মাত্রা কাকে বলে: আজকে আমরা জানবো মাত্রা কাকে বলে? এই প্রশ্নের উত্তর পেতে আমাদের এই পোস্টটি সম্পূর্ণ পড়ুন। আশা করি আপনারা এই প্রশ্নের উত্তর ভালো ভাবে বুঝতে পারবেন।
মাত্রা কাকে বলে?
কোনো ভৌত রাশিতে উপস্থিত মৌলিক রাশিগুলোর সূচককে রাশিটির মাত্রা বলে। যেমন ত্বরণের মাত্রা হলো LT-2, শক্তির মাত্রা হলো – M1L2T-2 ।
কোনো স্থান বা বস্তুর প্রতিটি বিন্দুকে নির্দিষ্ট করতে সর্বনিম্ন যতগুলো স্থানাংকের প্রয়োজন হয়, তাকে মাত্রা (Dimension) বলে।
যেমন : দৈর্ঘ্যের মাত্রা : L সময়ের মাত্রা : T ভরের মাত্রা : M
যে কোন বস্তু বা স্থান এক-মাত্রিক (বা 1D), ত্রিমাত্রিক (বা 3D),দ্বি-মাত্রিক (বা 2D) হতে পারে।
Also Read: কারক কাকে বলে
1D বা এক-মাত্রিক
একটি সরলরেখা হল একমাত্রিক কারণ সরলরেখার প্রতিটি বিন্দুকে সংজ্ঞায়িত করতে একটি মাত্র স্থানাংকই যথেষ্ট।
2D বা দ্বি-মাত্রিক
কোনো স্থান বা বস্তুর দৈর্ঘ্য এবং প্রস্থ স্থানাংক দিয়ে নির্দিষ্ট করার প্রয়োজন হলে তাকে দ্বিমাত্রিক বলে।
3D বা ত্রিমাত্রিক
একটি ঘনকের দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা তিনটিই আছে, তাই ঘনক হলো ত্রিমাত্রিক বস্তু।
মাত্রার কয়েকটি সমীকরণ
রাশির প্রেক্ষিতে মাত্রা সমীকরণ এরকম হয়ে থাকে:
- বল, [F] =[MLT−2]
- কাজ, [W]=[ML2T−2]
- চাপ, [p]=[ML−1T−2]
- তাপ, [Q]=[ML2T−2]
- তাপ ধারণ ক্ষমতা, [C]=[ML2T−2θ−1]
- ক্ষমতা, [p]=[ML2T−3]
- শক্তি, [E]=[ML2T−2]
- ঘনত্ব, [ρ]=[ML−3]
তো আজকে আমরা দেখলাম যে মাত্রা কাকে বলে এবং আরো অনেক বিস্তারিত বিষয় । যদি পোস্ট ভালো লাগে তাহলে অব্যশয়, আমাদের বাকি পোস্ট গুলো ভিসিট করতে ভুলবেন না!