যুক্তফ্রন্টের নির্বাচনী ইসতেহারের প্রথম দফা কোনটি? – বিস্তারিত

হ্যালো বন্ধুরা আজকে আমরা জানবো “যুক্তফ্রন্টের নির্বাচনী ইসতেহারের প্রথম দফা কোনটি”। তো চলুন দেখে নেওয়া যাক:

যুক্তফ্রন্টের নির্বাচনী ইসতেহারের প্রথম দফা কোনটি? - বিস্তারিত

যুক্তফ্রন্টের নির্বাচনী ইসতেহারের প্রথম দফা কোনটি?

১৯৫৪ সালের মার্চে অনুষ্ঠিত প্রাদেশিক পরিষদের নির্বাচনে মোট ৩০৯ টি মুসলিম আসনের মধ্যে যুক্তফ্রন্ট ২২৩ টি আসনে জয় লাভ করে, পক্ষান্তরে ক্ষমতাসীন মুসলিম লীগ মাত্র ৯ টি আসন লাভ করে। ১৯৫৪ সালের নির্বাচনে যুক্তফ্রন্টের বিপুল বিজয় কে *ব্যালট বিপ্লব* নামে আখ্যায়িত করা হয়।

যুক্তফ্রন্টের ২১ দফার একটি নির্বাচনী ইশতেহার প্রকাশ করে ওই ইশতেহারের মধ্যে প্রধান দাবি ছিল লাহোর প্রস্তাবের ভিত্তিতে পূর্ববঙ্গ কে পূর্ণ স্বায়ত্তশাসন প্রদান করা। বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেয়া, ২১ ফেব্রুয়ারি শহীদ দিবস ও সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছিল। ভাষা শহীদদের স্মৃতি রক্ষার্থে শহীদ মিনার নির্মাণ করা সহ ইত্যাদি হয়েছিল।

আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি বুঝতে পেরে থাকেন তাহলে, শেয়ার করতে ভুলবেন না।

Leave a Comment