রাগ আর অভিমানের মধ্যে পার্থক্য কি: আজকে আমরা জানবো রাগ আর অভিমানের মধ্যে পার্থক্য কি? এই প্রশ্নের উত্তর পেতে আমাদের এই পোস্টটি সম্পূর্ণ পড়ুন। আশা করি আপনারা এই প্রশ্নের উত্তর ভালো ভাবে বুঝতে পারবেন।
রাগ আর অভিমানের মধ্যে পার্থক্য কি?
রাগ | অভিমান |
---|---|
রাগ হল মনের বহিঃপ্রকাশ। | অভিমান হল মনের অন্তঃপ্রকাশ। |
রাগে থাকে প্রচন্ড ক্ষোভ, অজ্ঞতা, প্রত্যাশা, হিংসা বা প্রতিহিংসা। | অভিমানে লুকিয়ে থাকে সুপ্ত ভালোবাসা, অনুযোগ, প্রাপ্তির আশা, কিছুটা অভিনয়। |
রাগ যেকোনো ব্যক্তির সাথেই করা যায়। | অভিমান শুধুমাত্র কাছের মানুষের উপরেই করা যায়। |
রাগে ভালোবাসা থাকে না। | অভিমানে ভালোবাসা থাকে। |
রাগের সাথে হিংসাত্মক বা নেতিবাচক মনোভাব জড়িত থাকে। রাগ হলে মানুষ নেতিবাচক কাজে প্রলুব্ধ হয় স্বাভাবিকভাবে। | অভিমান রাগের চেয়ে বেশি শক্তিশালী। তবে অভিমানের সঙ্গে বিরক্তির সম্পর্ক কম। অভিমানের সঙ্গে অধিকার বলে একটি ব্যাপার থাকে। |
রাগে প্রতিশোধ গ্রহণের ইচ্ছা থাকে। | অভিমানে সবকিছু ঠিক হয়ে যাবার আকাঙ্খা থাকে। |
তো আজকে আমরা দেখলাম যে রাগ আর অভিমানের মধ্যে পার্থক্য কি এবং আরো অনেক বিস্তারিত বিষয় । যদি পোস্ট ভালো লাগে তাহলে অবশ্যই, আমাদের বাকি পোস্ট গুলো ভিসিট করতে ভুলবেন না!