আজকে আমরা জানবো রেখাংশ কাকে বলে? এই প্রশ্নের উত্তর পেতে আমাদের এই পোস্টটি সম্পূর্ণ পড়ুন। আশা করি আপনারা এই প্রশ্নের উত্তর ভালো ভাবে বুঝতে পারবেন।
রেখাংশ কাকে বলে?
রেখার সীমাবদ্ধ অংশকে রেখাংশ বলে। প্রকৃতপক্ষে রেখা হলো কতগুলো বিন্দু সমষ্টি। রেখাংশ হলো রেখার একটি সসীম অংশ যার দুইটি প্রান্তবিন্দু আছে।
এর সহজ সংজ্ঞা এভাবে দেওয়া যায়, যার নির্দিষ্ট দৈর্ঘ্য ও দুইটি প্রান্তবিন্দু আছে তাকে রেখাংশ বলে।
আবার এভাবেও বলা যায় যে, একটি রেখার উপর দুইটি ভিন্ন বিন্দু হলে ঐ বিন্দু দুইটিসহ তাদের অন্তর্বতী সকল বিন্দুর সেটকে বিন্দু দুইটির সংযোজক রেখাংশ বলে।
একটি রেখা হলো কতকগুলো বিন্দুর সেট যে বিন্দুগুলো উভয়দিকে একদম সোজা বরাবর অসীম পর্যন্ত বিস্তৃত।
Also Read: উপন্যাস কাকে বলে?
রেখাংশ এর বৈশিষ্ট্য
রেখাংশ সম্পর্কে ধারণা না থাকলে জ্যামিতি সম্পর্কে খুব বেশি ভালো ধারণা বা বোধগম্য হয় না। সম্পাদ্য বা উপপাদ্য সম্পর্কে জানতে বা বুঝতে হলে কিংবা তা মনে রাখতে হলে রেখাংশ কাকে বলে যেমন জানতে হবে তেমনি জানতে হবে রেখাংশ এর বৈশিষ্ট্য। চলুন জেনে নেই, রেখাংশ এর বৈশিষ্ট্য সম্পর্কে।
- রেখা থেকে রেখাংশ এর উৎপত্তি।
- রেখাংশ সুনির্দিষ্ট হওয়ার কারণে একে কোনো দিকেই বাড়ানো যায় না।
- রেখাংশ এর দৈর্ঘ্য আছে।
- রেখাংশ প্রস্থহীন।
- হয় না।
- যদি রেখাংশ এর কোনো এক প্রান্তে তীর চিহ্ন ব্যবহার করা হয় তবে সেটি রশ্মি হয়ে যাবে।
- রেখাংশ এর দৈর্ঘ্য সুপরিমাপ এবং সুনির্দিষ্ট হয়ে থাকে।
- রেখাংশ এর দু’পাশেই দুটি প্রান্ত বিন্দু থাকে।
- রেখাংশ কে যদি একের অধিক ভাগ করা হয় তবে প্রতিটিই এক একটি রেখাংশ হয়ে থাকে।
- রেখাংশ যেহেতু সসীম তাই এর প্রান্ত বিন্দু তে কোনো প্রকার তীর চিহ্ন ব্যবহার করা
- আবার রেখাংশ এর দুই প্রান্তেই যদি তীর চিহ্ন ব্যবহার করা হয় তবে সেটি তখন সরল রেখা হয়ে যাবে।
- রেখাংশ মূলত বাড়েও না আবার হ্রাসও পায় না।
রেখাংশ এর প্রকারভেদ
রেখাংশ মূলত ৩ প্রকার। যথাঃ
- বদ্ধ রেখাংশ।
- অর্ধখোলা রেখাংশ।
- খোলা রেখাংশ।
বদ্ধ রেখাংশ
যে রেখাংশ তার দুটি প্রান্ত বিন্দুসহ তার উপর সকল বিন্দুকে ধারণ করে তাকে বদ্ধ রেখাংশ বলে।
অর্ধখোলা রেখাংশ
যে রেখাংশ দুইটি প্রান্ত বিন্দুর মধ্যে যে কোনো একটিকে ধারণ করে তাকে অর্ধখোলা রেখাংশ বলে।
খোলা রেখাংশ
যে রেখাংশ তার উভয় প্রান্ত বিন্দু বাদে রেখাংশ এর উপর সকল বিন্দুকে ধারণ করে তাকে খোলা রেখাংশ বলে।
Also Read: Adjective কাকে বলে?
তো আজকে আমরা দেখলাম যে রেখাংশ কাকে বলে,Rekhangsho Kake bole,রেখাংশ এর বৈশিষ্ট্য এবং আরো অনেক বিস্তারিত বিষয়। যদি পোস্ট ভালো লাগে তাহলে অব্যশয়, আমাদের বাকি পোস্ট গুলো ভিসিট করতে ভুলবেন না!