সংকট কোণ কাকে বলে: আজকে আমরা জানবো সংকট কোণ কাকে বলে? এই প্রশ্নের উত্তর পেতে আমাদের এই পোস্টটি সম্পূর্ণ পড়ুন। আশা করি আপনারা এই প্রশ্নের উত্তর ভালো ভাবে বুঝতে পারবেন।
সংকট কোণ কাকে বলে?
আলোক রশ্মি ঘন হতে হালকা মাধ্যমে আপতিত হলে আপতনকোণের যে মানের জন্য প্রতিসরণ কোণের ৯০° হয় তাকে ক্রান্তি কোণ বা সংকট কোণ বলে।
অথবা: আলোক রশ্মি যখন ঘন স্বচ্ছ মাধ্যম থেকে হালকা স্বচ্ছ মাধ্যমে প্রবেশ করে তখন আপতন কোণের যে মানের জন্য প্রতিসরণ কোণের মান ৯০° হয় অর্থাৎ প্রতিসরিত রশ্মিটি বিভেদ তল বরাবর চলে যায় তখন ঐ আপতন কোণকে সংকট কোণ বলে।
সংকট কোণ বা ক্রান্তি কোণ হলো আপতন কোণের সেই মান যার জন্য প্রতিসরণ কোণের মান ৯০° হয়।
Also Read: সমত্বরণ কাকে বলে
সংকট কোণের নির্ভরশীলতা
সংকট কোণের মান—
- দুই মাধ্যমের প্রকৃতি
- আপতিত আলোর বর্ণের ওপর নির্ভর করে
তো আজকে আমরা দেখলাম যে সংকট কোণ কাকে বলে এবং আরো অনেক বিস্তারিত বিষয় । যদি পোস্ট ভালো লাগে তাহলে অব্যশয়, আমাদের বাকি পোস্ট গুলো ভিসিট করতে ভুলবেন না!