সংখ্যা কাকে বলে: আজকে আমরা জানবো সংখ্যা কাকে বলে? এই প্রশ্নের উত্তর পেতে আমাদের এই পোস্টটি সম্পূর্ণ পড়ুন। আশা করি আপনারা মজার সহিত এই প্রশ্নের উত্তর ভালো ভাবে বুঝতে পারবেন।
সংখ্যা কাকে বলে?
সহজ ভাষায় বললে দশটি অঙ্ক সহ আরও কতকগুলি চিহ্নের সাহায্যে যা তৈরি হয় , তাকে সংখ্যা বলে।
আরেক ভাবে এই সংজ্ঞা দেওয়া যায়: দশটি অঙ্ক সহ আরও কতকগুলি চিহ্নের (যেমন দশমিক বিন্দু , বর্গ , বর্গমূল ইত্যাদি) সাহায্যে যা তৈরি হয়, তাকে সংখ্যা বলে।
মনে রাখার কৌশল: উপরের যেকোনো একটি সংজ্ঞা ১০ বার পড়ুন। তাহলে দেখবেন এমনিতে মনে থাকছে। ❤️
অথবা এই ভাবে ব্যাখা করে বলা যায় যে, সংখ্যা হলো পরিমাপের একটি বিমূর্ত ধারণা। সংখ্যা প্রকাশের প্রতীকগুলিকে বলা হয় অঙ্ক। দশটি অঙ্ক সহ আরও কতকগুলি চিহ্নের (যেমন দশমিক বর্গ ,বিন্দু , বর্গমূল ইত্যাদি) সাহায্যে যা তৈরি হয় , তাকে সংখ্যা বলে ।
তোমরা জানলে অবাক হবে যে মানুষের আবিস্কৃত প্রথম পরিমাপক যন্ত্র হলো সংখ্যা। পৃথিবীর বিশ্বকোষ উকিপিডিয়ার মতে সংখ্যা হলো সেই গাণিতিক বস্ত যা গণনা, পরিমাপ ও লেবেলিং করতে ব্যবহার করা হয়।
সংখ্যা কত প্রকার ও কি কি?
আমরা হয়তবা অনেকে সংখ্যা কাকে বলে জানি কিন্তু সংখ্যা কত প্রকার তা ঠিক জানি না। সংখ্যা কত প্রকার তা মনে রাখার একটা উপায় তোমাদের বলে দেয়: তোমাদের কান কয়টা? উত্তর: ২টা। ঠিক তেমনি সংখ্যাও ২ প্রকার। 😉😉
সংখ্যা মূলত দুই প্রকার। যথা:
- বাস্তব সংখ্যা
- অবাস্তব সংখ্যা
বাস্তব সংখ্যা কাকে বলে?
যে সকল সংখ্যাকে সংখ্যারেখা-র মাধ্যমে প্রকাশ করা যায় তাদেরকে বাস্তব সংখ্যা বলে। সকল মূলদ সংখ্যা ও অমূলদ সংখ্যাকে একত্রে বাস্তব সংখ্যা বলা হয়।
বাস্তব সংখ্যা কত প্রকার?
বাস্তব সংখ্যা কে দুইটি ভাগে ভাগ করা হয়েছে। যথা:
- মুলদ সংখ্যা
- অমূলদ সংখ্যা
অবাস্তব সংখ্যা কাকে বলে?
কোনো ঋণাত্নক সংখ্যার বর্গমূল কখনও বাস্তব সংখ্যা হতে পারেনা কারণ ঋণাত্নক অথবা ধনাত্নক উভয় প্রকার রাশির বর্গ ধনাত্নক রাশি। কাজেই ঋণাত্নক সংখ্যার বর্গমূল কে বলা হয় অবাস্তব সংখ্যা।
অবাস্তব সংখ্যা কত প্রকার?
এই তথ্যটি এখনো যুক্ত করা হয়নি। আশা করি কিছু দিনের মধ্যে তোমরা এই তথ্যটি পেয়ে যাবে।
সংখ্যা কত ধরনের?
সংখ্যা 12 ধরনের হয়ে থাকে:
- প্রাকৃতিক সংখ্যা → 1, 2, 3, 4, 5,6,7,8 …
- জোড় সংখ্যা → 2, 4, 6, 8, 10,12,14 …
- বিজোড় সংখ্যা → 1, 3, 5, 7, 9, …
- পূর্ণসংখ্যা সংখ্যা → -3, -2, -1, 0, 1, 2, 3, …
- পূর্ণ সংখ্যা → 0, 1, 2, 3, 4,5 ……
- যৌগিক সংখ্যা → 4, 6, 8, 9, ……
- মৌলিক সংখ্যা → 2, 3, 5, 7, 11,
- সহ মৌলিক সংখ্যা → (2, 3),(5, 7)
- বাস্তব সংখ্যা → 4, 11, 4/7
- অ-বাস্তব সংখ্যা → -6, -5, -29
- মূলদ সংখ্যা → 4, 7/5, 2/3, 3
- অমূলদ সংখ্যা → 5, 7, 11, 13,17
সংখ্যার বিভিন্ন রকম সংজ্ঞা:
এইখানে আপনি বিভিন্ন সংখ্যা রিলেটেড সংজ্ঞা পাবেন। আপনারা যদি না বোঝেন তাহলে আমাদের Facebook Page এ মেসেজ দিবেন। ধন্যবাদ:)
গণনাকারী সংখ্যা কাকে বলে?
শূন্য অপেক্ষা বড় যেকোনো পূর্ণ সংখ্যাকে গণনাকারী সংখ্যা বলা হয়। যেমন- ২, ৩, ৫ ইত্যাদি।
সার্থক সংখ্যা কাকে বলে?
যে সব অঙ্কের নিজস্ব মান আছে তাকে সার্থক অঙ্ক বা সার্থক সংখ্যা বলে। সাধারণত ১ থেকে ৯ পর্যন্ত অঙ্ক গুলিকে সার্থক অঙ্ক বলে।এই সংখ্যাগুলোর স্বকীয় বা প্রকৃত মান যথাক্রমে এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট, নয়। এদের মূলত নিজস্ব মান থাকার কারণেই এদেরকে সার্থক অঙ্ক বলা হয়।
অযুগ্ম সংখ্যা কাকে বলে?
যেসব সংখ্যা ২ দিয়ে ভাগ করা যায় না তাদের অযুগ্ম সংখ্যা বলে। যেমন ১,৩,৫,…… * ৩ কে ২ দিয়ে ভাগ করলে ১.৫ হয় অর্থাৎ ভাগ করা যায়।
পূর্ণঘন সংখ্যা কাকে বলে?
পূর্ণঘন সংখ্যা হলো এমন একটি সংখ্যা যা দুটি পূর্ণসংখ্যার গুণফল হয়। অর্থাৎ, যদি একটি সংখ্যা অন্য দুই পূর্ণসংখ্যার গুণফল হয়, তাহলে সেই সংখ্যাটিকে পূর্ণঘন সংখ্যা বলা হয়।
সংজ্ঞাটি কঠিন মনে হচ্ছে,, 😉😉 আস্তে আস্তে ৬ বার পড়ুন, দেখবেন সব বুঝতে পারছেন + মুখস্তও হয়ে গেছে।
উদাহরণঃ ৪ একটি পূর্ণসংখ্যা (২ এর সহগুণক) এবং ১৬ একটি আরও একটি পূর্ণসংখ্যা (২ এর সহগুণক) এবং ৪ এর সমান সংখ্যা (৪ এর ঘন)। অতএব, ৪ হলো ১৬ এবং ১৬ এর পূর্ণঘন সংখ্যা।
সংখ্যা ২৫ উদাহরণ হিসেবে নেওয়া যাকঃ ৫ একটি পূর্ণসংখ্যা (৫ এর সহগুণক) এবং ৫ এর আরও একটি পূর্ণসংখ্যা (৫ এর সমান সংখ্যা)। অতএব, ৫ হলো ২৫ এবং ২৫ এর পূর্ণঘন সংখ্যা।
পরস্পর মৌলিক সংখ্যা কাকে বলে?
যেসব স্বাভাবিক সংখ্যার এক ছাড়া অন্য কোনো সাধারণ উৎপাদক থাকে না, অর্থাৎ যেসব স্বাভাবিক সংখ্যার গ.সা.গু এক, তাদের পরস্পর মৌলিক সংখ্যা বলে। যেমন – 9 , 10 পরস্পর মৌলিক সংখ্যা।
- পরস্পর মৌলিক সংখ্যা হওয়ার জন্য একমাত্র শর্ত, তাদের গ.সা.গু এক হতে হবে।
- দুটি মৌলিক সংখ্যা সর্বদা পরস্পর মৌলিক সংখ্যা হবে।
সংখ্যা লেখার জন্য কত ধরনের সিস্টেম আছে?
সংখ্যা লেখার জন্য দুই ধরনের সিস্টেম আছে:
- দশমিক সিস্টেম
- আন্তর্জাতিক ব্যবস্থা
দশমিক সংখ্যা পদ্ধতি কাকে বলে?
যে সংখ্যা পদ্ধতিতে দশটি (১০টি) অঙ্ক (Digit) ব্যবহার করা হয় তাকে দশমিক সংখ্যা পদ্ধতি বলে।
প্রাচীন ভারতে এই পদ্ধতির প্রচলন প্রথম শুরু হয় বলে একে হিন্দু সংখ্যা পদ্ধতিও বলা হয়। দশমিক সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত অঙ্কগুলো হলো ০, ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮ এবং ৯। দশমিক সংখ্যা পদ্ধতির ভিত্তি হচ্ছে ১০।
Some FAQ
987653 নম্বরে 7-এর স্থানমূল্য কত?
A. 8
B. 8926
C. 7000
D. 8000
সমাধান:-987653 নম্বরে 7 এর স্থান মান = 7 × 1000 স্থান
মান = 7000
উত্তর: C. 7000
0.06537 এ 5 এর স্থান মূল্য কত?
A. 5
B. 5/100
C. 5/1000
D. 65/1000
সমাধান:- 0.06537 এর মধ্যে 5 এর স্থান মান = 0.005 স্থান = 5/1000
উত্তর: C. 5/1000
Also Read: Number কাকে বলে
তো আজকে আমরা দেখলাম যে সংখ্যা কাকে বলে এবং আরো অনেক বিস্তারিত বিষয় । যদি পোস্ট ভালো লাগে তাহলে অব্যশয়, আমাদের বাকি পোস্ট গুলো ভিসিট করতে ভুলবেন না!