সংখ্যা কাকে বলে: আজকে আমরা জানবো সংখ্যা কাকে বলে? এই প্রশ্নের উত্তর পেতে আমাদের এই পোস্টটি সম্পূর্ণ পড়ুন। আশা করি আপনারা এই প্রশ্নের উত্তর ভালো ভাবে বুঝতে পারবেন।
সংখ্যা কাকে বলে,সংখ্যা কত প্রকার ও কি কি

সংখ্যা কাকে বলে?
দশটি অঙ্ক সহ আরও কতকগুলি চিহ্নের (যেমন দশমিক বিন্দু , বর্গ , বর্গমূল ইত্যাদি) সাহায্যে যা তৈরি হয় , তাকে সংখ্যা বলে ।
অথবা: সংখ্যা প্রকাশের প্রতীকগুলিকে বলা হয় অঙ্ক। সংখ্যা হলো পরিমাপের একটি বিমূর্ত ধারণা ।
মানুষের আবিস্কৃত প্রথম পরিমাপক যন্ত্র হলো সংখ্যা। উকিপিডিয়ার মতে সংখ্যা হলো সেই গাণিতিক বস্ত যা গণনা, পরিমাপ ও লেবেলিং করতে ব্যবহৃত হয়।
সংখ্যা কত প্রকার ও কি কি?
সংখ্যা মূলত দুই প্রকার । যথা:
- বাস্তব সংখ্যা
- অবাস্তব সংখ্যা
বাস্তব সংখ্যা কাকে বলে?
যে সকল সংখ্যাকে সংখ্যারেখা-র মাধ্যমে প্রকাশ করা যায় তাদেরকে বাস্তব সংখ্যা বলে। সকল মূলদ সংখ্যা ও অমূলদ সংখ্যাকে একত্রে বাস্তব সংখ্যা বলা হয়।
বাস্তব সংখ্যা কত প্রকার?
বাস্তব সংখ্যা কে দুইটি ভাগে ভাগ করা হয়েছে। যথা:
- মুলদ সংখ্যা
- অমূলদ সংখ্যা
অবাস্তব সংখ্যা কাকে বলে?
কোনো ঋণাত্নক সংখ্যার বর্গমূল কখনও বাস্তব সংখ্যা হতে পারেনা কারণ ঋণাত্নক অথবা ধনাত্নক উভয় প্রকার রাশির বর্গ ধনাত্নক রাশি। কাজেই ঋণাত্নক সংখ্যার বর্গমূল কে বলা হয় অবাস্তব সংখ্যা।
সংখ্যা কত ধরনের?
সংখ্যা 12 ধরনের:
- প্রাকৃতিক সংখ্যা → 1, 2, 3, 4, 5, …
- জোড় সংখ্যা → 2, 4, 6, 8, 10, …
- বিজোড় সংখ্যা → 1, 3, 5, 7, 9, …
- পূর্ণসংখ্যা সংখ্যা → -3, -2, -1, 0, 1, 2, 3, …
- পূর্ণ সংখ্যা → 0, 1, 2, 3, 4, ……
- যৌগিক সংখ্যা → 4, 6, 8, 9, ……
- মৌলিক সংখ্যা → 2, 3, 5, 7, 11,
- সহ মৌলিক সংখ্যা → (2, 3),(5, 7)
- বাস্তব সংখ্যা → 4, 11, 4/7
- অ-বাস্তব সংখ্যা → -6, -5, -29
- মূলদ সংখ্যা → 4, 7/5, 2/3, 3
- অমূলদ সংখ্যা → 5, 7, 11, 13
সংখ্যা লেখার জন্য কত ধরনের সিস্টেম আছে?
সংখ্যা লেখার জন্য দুই ধরনের সিস্টেম আছে:
- দশমিক সিস্টেম
- আন্তর্জাতিক ব্যবস্থা
SOME FAQ:
987653 নম্বরে 7-এর স্থানমূল্য কত?
A. 8
B. 8926
C. 7000
D. 8000
সমাধান:-987653 নম্বরে 7 এর স্থান মান = 7 × 1000 স্থান
মান = 7000
উত্তর: C. 7000
0.06537 এ 5 এর স্থান মূল্য কত?
A. 5
B. 5/100
C. 5/1000
D. 65/1000
সমাধান:- 0.06537 এর মধ্যে 5 এর স্থান মান = 0.005 স্থান = 5/1000
উত্তর: C. 5/1000
Also Read: Number কাকে বলে
তো আজকে আমরা দেখলাম যে সংখ্যা কাকে বলে এবং আরো অনেক বিস্তারিত বিষয় । যদি পোস্ট ভালো লাগে তাহলে অব্যশয়, আমাদের বাকি পোস্ট গুলো ভিসিট করতে ভুলবেন না!