সক্রিয় যোজনী কাকে বলে? বিস্তারিত…

সক্রিয় যোজনী কাকে বলে: আজকে আমরা জানবো সক্রিয় যোজনী কাকে বলে? এই প্রশ্নের উত্তর পেতে আমাদের এই পোস্টটি সম্পূর্ণ পড়ুন। আশা করি আপনারা এই প্রশ্নের উত্তর ভালো ভাবে বুঝতে পারবেন।

সক্রিয় যোজনী কাকে বলে
সক্রিয় যোজনী কাকে বলে

সক্রিয় যোজনী কাকে বলে?

কোনো যৌগে মৌলের যে যোজনী ব্যবহৃত হয়, তাকে ঐ মৌলের সক্রিয় যোজনী বলে।

কোনো মৌলের যে যোজনী কার্যকরী অবস্থায় বিরাজ করে অর্থাৎ ব্যবহৃত হয় সে যোজনীকে ঐ মৌলের সক্রিয় যোজনী বলে। যেমন– কার্বন ডাই-অক্সাইড একটি কার্বন পরমাণুর সাথে দুটি অক্সিজেন পরমাণু যুক্ত হয়। কাজেই কার্বনের সক্রিয় যোজনী 2।

কোন যৌগে মৌলের যে যোজনী ব্যবহৃত হয় তাকে ঐ মৌলের সক্রিয় যোজনী বলে। অথবা, কোন যৌগে সংশ্লিষ্ট কোন মৌলের যোজনী ব্যবহৃত হয়, সে যোজনীকে সক্রিয় যোজনী বলে। যেমন- ফসফরাস পেন্টা ক্লোরাইডে ফসফরাসের সক্রিয় যোজনী ৫।

Alos Read: নরমালিটি কাকে বলে

তো আজকে আমরা দেখলাম যে সক্রিয় যোজনী কাকে বলে এবং আরো অনেক বিস্তারিত বিষয় । যদি পোস্ট ভালো লাগে তাহলে অব্যশয়, আমাদের বাকি পোস্ট গুলো ভিসিট করতে ভুলবেন না!

Leave a Comment