সবল নিউক্লিয় বল কাকে বলে?

সবল নিউক্লিয় বল কাকে বলে: আজকে আমরা জানবো সবল নিউক্লিয় বল কাকে বলে? এই প্রশ্নের উত্তর পেতে আমাদের এই পোস্টটি সম্পূর্ণ পড়ুন। আশা করি আপনারা এই প্রশ্নের উত্তর ভালো ভাবে বুঝতে পারবেন।

সবল নিউক্লিয় বল কাকে বলে,সবল নিউক্লিয় বল

সবল নিউক্লিয় বল কাকে বলে,সবল নিউক্লিয় বল
সবল নিউক্লিয় বল কাকে বলে

সবল নিউক্লিয় বল কাকে বলে?

স্বল্পপাল্লার (10-15 m) এবং সবচেয়ে শক্তিশালী যে মৌলিক বল নিউক্লিয়ন সমূহকে একত্র করে রাখে তাকে সবল নিউক্লিয় বল বলে।

পরমাণু কেন্দ্র গঠিত হয় নিউট্রন ও প্রোটন দিয়ে। কেন্দ্রকে নিউক্লিয়াস এবং কণিকাগুলিকে নিউক্লীয়ন বলে। ধনাত্মক চার্জযুক্ত কণিকাগুলি পরস্পরকে বিকর্ষণ করে দূরে ছিটকে যাওয়াই স্বাভাবিক। কিন্তু পরমাণুর কেন্দ্রে কেন্দ্রীয় মৌলিক কণা অর্থাৎ নিউক্লীয়নগুলি এক বিশেষ বলের কারণে পরস্পরের সঙ্গে সংবদ্ধ হয়ে আছে।

বলা যায় এই বল নিউক্লিয়াসের উপাদানগুলোকে আটকে রেখে প্রকৃতপক্ষে নিউক্লিয়াসকে স্থায়িত্ব দিয়েছে। চার প্রকার মৌলিক বলের মধ্যে এই বল সবচাইতে শক্তিশালী।

Also Read: ডায়োড কাকে বলে

তো আজকে আমরা দেখলাম যে সবল নিউক্লিয় বল কাকে বলে এবং আরো অনেক বিস্তারিত বিষয় । যদি পোস্ট ভালো লাগে তাহলে অব্যশয়, আমাদের বাকি পোস্ট গুলো ভিসিট করতে ভুলবেন না!

সবল নিউক্লিয় বল কাকে বলে,সবল নিউক্লিয় বল

Leave a Comment