সরন কাকে বলে: আজকে আমরা জানবো সরন কাকে বলে? এই প্রশ্নের উত্তর পেতে আমাদের এই পোস্টটি সম্পূর্ণ পড়ুন। আশা করি আপনারা এই প্রশ্নের উত্তর ভালো ভাবে বুঝতে পারবেন।
সরন কাকে বলে?
নির্দিষ্ট দিকে একটি বস্তু যে দূরত্ব অতিক্রম করে তাকে সরণ বলে।
OR: নির্দিষ্ট দিকে পারিপার্শ্বিকের সাপেক্ষে অবস্থানের পরিবর্তনকে সরণ বলে।
সরণ একটি ভেক্টর রাশি।
নির্দিষ্ট সময়ে কোনাে নির্দিষ্ট দিকে কোনাে সচল বস্তুকণার অবস্থানের পরিবর্তনকে ওই বস্তুকণার সরণ বলে । বস্তুকণার প্রথম ও শেষ অবস্থানের মধ্যে যে সর্বনিম্ন রৈখিক দূরত্ব তা হল সরণের মান এবং প্রথম অবস্থান থেকে শেষ অবস্থানের দিকে হল সরণের অভিমুখ। সরণের মান ও অভিমুখ দুইই আছে । সুতরাং সরণ একটি ভেক্টর রাশি।এর একক হল দৈর্ঘ্যের একক । সুতরাং SI পদ্ধতিতে এর একক হল মিটার।
Also Read: Pronoun কাকে বলে
সরণের একক কি?
SI পদ্ধতিতে সরণের একক হলো: মিটার (Meter)
CGS পদ্ধতিতে সরণের একক হলো: সেন্টিমিটার (centimeter অথবা সংক্ষেপে সেমি)
সরণের মাত্রা কি?
[সরণ] / [সময়] = [L][T]=[LT−1]u=?
Also Read: তড়িৎ ঋণাত্মকতা কাকে বলে
তো আজকে আমরা দেখলাম যে সরন কাকে বলে এবং আরো অনেক বিস্তারিত বিষয় । যদি পোস্ট ভালো লাগে তাহলে অব্যশয়, আমাদের বাকি পোস্ট গুলো ভিসিট করতে ভুলবেন না!