সর্বোচ্চ যোজনী কাকে বলে?

সর্বোচ্চ যোজনী কাকে বলে: আজকে আমরা জানবো সর্বোচ্চ যোজনী কাকে বলে? এই প্রশ্নের উত্তর পেতে আমাদের এই পোস্টটি সম্পূর্ণ পড়ুন। আশা করি আপনারা এই প্রশ্নের উত্তর ভালো ভাবে বুঝতে পারবেন।

সর্বোচ্চ যোজনী কাকে বলে
সর্বোচ্চ যোজনী কাকে বলে

সর্বোচ্চ যোজনী কাকে বলে?

কোন মৌল সর্বোচ্চ যে কয়েকটি ইলেক্ট্রন গ্রহণ, ত্যাগ বা ভাগাভাগি করে নতুন যৌগ উৎপন্ন করতে পারে, তাকে ঐ মৌলের সর্বোচ্চ যোজনী বলে।

ডেটল সাবান আর লাইফবয় সাবানের পার্থক্য কি?

এই দুটির মধ্যে পার্থক্য নেই বললেই চলে।এ ২ ধরনের সাবানে ব্যাকটেরিয়ানাশক উপাদান থাকে। এগুলি ব্যবহারেও আপনি তেমন পার্থক্য খুঁজে পাবেন না। তবে ডেটল সাবান একটু বেশিই রুক্ষ করে স্কিনকে,অপরদিকে লাইফবয় ব্যবহারে স্কিনে রুক্ষতা খুব বেশি দেখা যায়না।

অক্সালো অ্যাসিটিক এসিডের সংকেত কি?

গাঠনিক সংকেত-HO2CC(O)CH2CO2H

Also Read: বিশেষায়িত ব্যাংক কাকে বলে

তো আজকে আমরা দেখলাম যে সর্বোচ্চ যোজনী কাকে বলে এবং আরো অনেক বিস্তারিত বিষয় । যদি পোস্ট ভালো লাগে তাহলে অব্যশয়, আমাদের বাকি পোস্ট গুলো ভিসিট করতে ভুলবেন না!

Leave a Comment