সাধারণ শেয়ার ও অগ্রাধিকার শেয়ারের মধ্যে পার্থক্য কি: আজকে আমরা জানবো সাধারণ শেয়ার ও অগ্রাধিকার শেয়ারের মধ্যে পার্থক্য কি? এই প্রশ্নের উত্তর পেতে আমাদের এই পোস্টটি সম্পূর্ণ পড়ুন। আশা করি আপনারা এই প্রশ্নের উত্তর ভালো ভাবে বুঝতে পারবেন।
সাধারণ শেয়ার ও অগ্রাধিকার শেয়ারের মধ্যে পার্থক্য কি?
সাধারণ শেয়ার | অগ্রাধিকার শেয়ার |
---|---|
যৌথ মূলধনী কোম্পানির নিজস্ব মূলধন এর ক্ষুদ্রতম অংশ হলো সাধারণ শেয়ার । | যে শেয়ারের মালিক লভ্যাংশ ও মূলধন ফেরত পাওয়ার ব্যাপারে সাধারণ শেয়ারহোল্ডারদের চেয়ে অগ্রাধিকার পেয়ে থাকে তাকে অগ্রাধিকার শেয়ার বলে । |
কোম্পানি বিলুপ্তির সময় সাধারণ শেয়ার হোল্ডারদের দাবি অগ্রাধিকার শেয়ার হোল্ডারদের পরে পরিশোধ করা হয়ে থাকে । | কোম্পানি বিলুপ্তির সময় অগ্রাধিকার শেয়ার হোল্ডারদের দাবি সাধারণ শেয়ার হোল্ডারদের আগে পরিশোধ করা হয়ে থাকে । |
সাধারণ শেয়ার হোল্ডাররা শুধুমাত্র কোম্পানি লাভ করতে পারলে লভ্যাংশ পেয়ে থাকে । | অগ্রাধিকার শেয়ার হোল্ডাররা সব সময় লভ্যাংশ পেয়ে থাকে। তবে কোন বছর কোম্পানি লাভ করতে না পারলে তার পরের বছর পূর্বের লভ্যাংশ পেয়ে থাকে । |
এ শেয়ার ক্রয় করলে প্রতিষ্ঠানের ভোটদানের অধিকার পাওয়া যায় । | এ শেয়ার ধারা প্রতিষ্ঠানের যেকোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে কোন ভোটাধিকার পাওয়া যায় না |
এ শেয়ার কোন নির্দিষ্ট মেয়াদকাল নেই প্রতিষ্ঠানের মেয়াদান্তে এর সমাপ্তি ঘটে । | কখনো কখনো এ শেয়ারের নির্দিষ্ট একটি মেয়াদকাল রয়েছে । |
সাধারণ শেয়ার হোল্ডাররা অগ্রাধিকার শেয়ার হোল্ডারদের পরে লভ্যাংশ পেয়ে থাকে । | অগ্রাধিকার শেয়ার হোল্ডাররা সাধারণ শেয়ারহোল্ডারদের আগে লভ্যাংশ পেয়ে থাকে । |
তো আজকে আমরা দেখলাম যে সাধারণ শেয়ার ও অগ্রাধিকার শেয়ারের মধ্যে পার্থক্য কি এবং আরো অনেক বিস্তারিত বিষয় । যদি পোস্ট ভালো লাগে তাহলে অব্যশয়, আমাদের বাকি পোস্ট গুলো ভিসিট করতে ভুলবেন না!