সার্বজনীন গেইট কোনটি? – বিস্তারিত

হ্যালো বন্ধুরা আজকে আমরা জানবো “সার্বজনীন গেইট কোনটি”। তো চলুন দেখে নেওয়া যাক:

সার্বজনীন গেইট কোনটি

সার্বজনীন গেইট কোনটি?

যে গেইট এর সাহায্যে মৌলিক গেইটসহ (AND, OR, NOT) যেকোন গেইট এবং যেকোন সার্কিট বাস্তবায়ন করা যায় তাকে সার্বজনীন গেইট বলে। NAND ও NOR গেইটকে কে সার্বজনীন গেইট বলা হয়। কারণ শুধুমাত্র NAND গেইট বা শুধুমাত্র NOR গেইট দিয়ে মৌলিক গেইটসহ যেকোনো লজিক গেইট বা সার্কিট বাস্তবায়ন করা যায়। সার্বজনীন গেইট তৈরিতে খরচ কম বিধায় ডিজিটাল সার্কিটে এই গেইট বেশি ব্যবহৃত হয়।

আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি বুঝতে পেরে থাকেন তাহলে, শেয়ার করতে ভুলবেন না।

Leave a Comment