আজকে আমরা জানবো সিলভার কাকে বলে? এই প্রশ্নের উত্তর পেতে আমাদের এই পোস্টটি সম্পূর্ণ পড়ুন। আশা করি আপনারা এই প্রশ্নের উত্তর ভালো ভাবে বুঝতে পারবেন।

সিলভার কাকে বলে?
সিলভার যার বৈজ্ঞানিক নাম হচ্ছে আর্জেন্টাম। শব্দটি ল্যাটিন শব্দ আর্জেন্টা থেকে এসেছে। যার অর্থ আলোর মত সাদা।
পর্যায় সারণীর ৪৭ নম্বর মৌল হচ্ছে রুপা বা সিলভার। এটি দেখতে চকচকে সাদাটে এবং নরম একটি ধাতু। বিদ্যুৎ ও তাপ পরিবহণ, আলোর প্রতিফল ইত্যাদির জন্য এটি সর্বোৎকৃষ্ট ধাতু।
Silver Kake Bole?
Silver একটি ইংরেজি শব্দ। যার অর্থ হচ্ছে রৌপ্য বা রুপা। রুপা বা রৌপ্যের ইংরেজি হচ্ছে Silver. সুতরাং রুপাকেই সিলভার বলা হয়। রুপা একটি মূল্যবান ধাতু।
সবচেয়ে মজার কথা হচ্ছে প্রাচীনকালে সোনার চেয়ে রুপার দাম ছিল বেশি। তার কারণ হচ্ছে সে সময়ে সোনা শুধুমাত্র মুদ্রা ও অলঙ্কার হিসেবে ব্যবহৃত হত, কিন্তু রুপা এগুলো ছাড়াও অন্যান্য কাজে ব্যবহৃত হত। প্রাচীন কালে সোনা ও রুপার মূল্যের অনুপাত ছিল ২.৫:১