স্কেলার রাশি কাকে বলে: আজকে আমরা জানবো স্কেলার রাশি কাকে বলে? এই প্রশ্নের উত্তর পেতে আমাদের এই পোস্টটি সম্পূর্ণ পড়ুন। আশা করি আপনারা এই প্রশ্নের উত্তর ভালো ভাবে বুঝতে পারবেন।
স্কেলার রাশি কাকে বলে?
যে রাশি শুধু মান দ্বারা প্রকাশ করা যায় তাকে স্কেলার রাশি বলা যায় হয় অর্থাৎ যে রাশির পরিমাপ করার জন্য বাজে রাশিতে প্রকাশ করার জন্য শুধুমাত্র মানি যথেষ্ট তাকে স্কেলার রাশি বলে।
যেমন : দ্রুতি বিভব স্কেলার,দূরত্ব ইত্যাদি।
Also Read: প্রস্বেদন কাকে বলে
OR: ”যে সকল ভৌত রাশির জন্য দিক নির্দেশের প্রয়োজন হয় না, শুধু মান দিয়ে প্রকাশ করা যায়, তাদের স্কেলার রাশি বলে”।
যেসব রাশি প্রকাশে দিকের প্রয়োজন নেই, তাকে স্কেলার রাশি বলে। এখানে মনে রাখতে হবে যে শুধু মান দিয়ে কোন রাশি প্রকাশ করা যায়। যেমন পাঁচ কিলো দূরত্ব বললে আর কিছুই লাগে না। এ কারণে এটি স্কেলার।
কয়েক প্রকার স্কেলার রাশির উদাহরণ
কয়েক প্রকার স্কেলার রাশির নাম হলো ভর,তাপমাত্রা, দূরত্ব ইত্যাদি। এদের স্কেলার রাশি বলার কারণ আমরা একটু লক্ষ করলে বুঝতে পারবো। যেমন ধর তাপমাত্রা মাপতে আমরা দিক খুজি না। শুধু মাত্র মান দিয়েই তা নির্ণয় করা যায়। তেমনি ভাবে ভর এবং দুটি বস্তুর মধ্যে দূরত্ব নির্ণয় করার জন্যও দিকের কোনো প্রয়োজন হয় না।
তো আজকে আমরা দেখলাম যে স্কেলার রাশি কাকে বলে এবং আরো অনেক বিস্তারিত বিষয় । যদি পোস্ট ভালো লাগে তাহলে অব্যশয়, আমাদের বাকি পোস্ট গুলো ভিসিট করতে ভুলবেন না!