স্থানীয় মান কাকে বলে: আজকে আমরা জানবো স্থানীয় মান কাকে বলে? এই প্রশ্নের উত্তর পেতে আমাদের এই পোস্টটি সম্পূর্ণ পড়ুন। আশা করি আপনারা এই প্রশ্নের উত্তর ভালো ভাবে বুঝতে পারবেন।
স্থানীয় মান কাকে বলে?
সংখ্যায় ব্যবহৃত কোনো অঙ্ক তার অবস্থানের জন্য যে সংখ্যা প্রকাশ করে থাকে তাকে স্থানীয় মান বলে।
যেমন: ৮৮৮৮৮৮ সংখ্যাটির সর্বডানের ৮ এর স্থানীয় মান ৮, ডানদিক থেকে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ স্থানে ৮ এর স্থানীয় মান যথাক্রমে ৮০, ৮০০, ৮০০০, ৮০০০০, ৮০০০০০।
Also Read: অংক কাকে বলে
স্থানীয় মান নির্ণয় পদ্ধতি কি?
১৩০০৪৫০৭৮ সংখ্যাটির স্থানীয় মান নির্ণয়:
- ৮ এর স্থানীয় মান ৮ একক বা ৮
- ৭ এর স্থানীয় মান ৭ দশক বা ৭×১০=৭০
- ৫ এর স্থানীয় মান ৫ হাজার বা ৫×১,০০০= ৫,০০০
- ৪ এর স্থানীয় মান ৪ অযুত বা ৪× ১০,০০০= ৪০,০০০
- ৩ এর স্থানীয় মান ৩ কোটি বা ৩×১০০০০০০০= ৩০০০০০০০
- ১ এর স্থানীয় মান ১০ কোটি বা ১০×১০০০০০০০০= ১০,০০০০০০০
উত্তর: দশ কোটি, তিন কোটি, চল্লিশ হাজার, পাঁচ হাজার, সত্তর, আট।
Also Read: জলবায়ু কাকে বলে
৩২১৪০ সংখ্যাটিতে ২ এর স্থানীয় মান কত?
৩২১৪০ সংখ্যাটিতে ২ এর স্থানীয় মান = ২ × ১০০০ = ২০০০
৪৬২০ এ ৬ এর স্থানীয় মান কত?
৪৬২০ এ ৬ এর স্থানীয় মান = ৬ × ১০০ = ৬০০
২৫ এর স্থানীয় মান কত?
- ৫ এর স্থানীয় মান = ৫ × ১ = ৫
- ২ এর স্থানীয় মান = ২ × ১০ = ২০
তো আজকে আমরা দেখলাম যে স্থানীয় মান কাকে বলে এবং আরো অনেক বিস্তারিত বিষয় । যদি পোস্ট ভালো লাগে তাহলে অব্যশয়, আমাদের বাকি পোস্ট গুলো ভিসিট করতে ভুলবেন না!