আজকে আমরা জানবো স্লিভার কাকে বলে? এই প্রশ্নের উত্তর পেতে আমাদের এই পোস্টটি সম্পূর্ণ পড়ুন। আশা করি আপনারা এই প্রশ্নের উত্তর ভালো ভাবে বুঝতে পারবেন।
স্লিভার কাকে বলে?
স্লিভার: খুব মিহি ও মসৃণ সুতা অথবা কাপড়ের ক্ষেত্রে তন্তু থেকে অতিরিক্ত খাদ্য তন্তু গুলো বাদ দেওয়ার জন্য কারেন্ট ও এরপর কম্বিং করতে হয়। এর জন্য অবশিষ্ট উপযুক্ত দৈর্ঘ্যের তন্তুগুলো একটি পাতলা আস্তরণ এ রূপান্তরিত হয়।এই আস্তরণকে স্লাইভার বলে।
কাডিং ও কম্বিং করে প্রাপ্ত তন্তু পাতলা আস্তরের মতো হয় এবং এটিকে স্লিভার (Sliver) বলে।
Also Read: দেশপ্রেম কাকে বলে?
এ স্লিভার পাকালেই সুতা তৈরি হয়। পাকানোই হলো মূলত স্পিনিং। এ পর্যায়ে স্লিভারকে টেনে ক্রমশ অধিকতর সরু করা হয়।
Sliver kake bole?
যে সুতা তৈরির প্রধান উপাদান হল তন্তু। তন্তু থেকেই সুতা তৈরি করা হয়। তন্তু থেকে সুতা তৈরির কিছু ধাপ আছে। যেমন, প্রথম ধাপে করা হয় ব্লেন্ডিং এবং মিক্সিং। আর দ্বিতীয় ধাপ হল কার্ডিং এবং কম্বিং। মিহি ও মসৃণ সুতা তৈরির ক্ষেত্রে, অতিরিক্ত খাটো তন্তুগুলোকে বাদ দিয়ে দিতে হয়।
Also Read: বায়ু দূষণ কাকে বলে?
স্লাইভার কি
খাটো তন্তুগুলো বাদ দেয়ার জন্য যথাক্রমে কার্ডিং এবং কম্বিং করতে হয়। ফলস্বরূপ তা হতে পাতলা আস্তরণ পাওয়া যায়। এই পাতলা আস্তরণগুলোকেই স্লিভার বলে।
Also Read: কোণ কাকে বলে?
Sliver শব্দের আরো কিছু অর্থ আছে। ইংরেজী ভাষায় অন্য অর্থেও এই শব্দের ব্যবহার দেখতে পাবেন। এর আরো দুটি অর্থ হচ্ছে-
- দক্ষিণ আমেরিকায় মানে মার্কিন যুক্তরাষ্ট্র এবং কানাডাতে এই শব্দটি দিয়ে বুঝানো হয় কোন খাবার ছোট ছোট করে, পাতলা করে কেটে টুকরো করা।
- অন্য যেকোন দেশে এটি বলতে বড় কোন টুকরা থেকে কেটে ছোট টুকরা করা বুঝায়।