ক্ষারক কাকে বলে: আজকে আমরা জানবো ক্ষারক কাকে বলে? এই প্রশ্নের উত্তর পেতে আমাদের এই পোস্টটি সম্পূর্ণ পড়ুন। আশা করি আপনারা এই প্রশ্নের উত্তর ভালো ভাবে বুঝতে পারবেন।
ক্ষারক কাকে বলে,ক্ষারকের ব্যবহার,ক্ষারক এর বৈশিষ্ট্য কী কী
![ক্ষারক এর বৈশিষ্ট্য কী কী, ক্ষারক কাকে বলে, ক্ষারকের ব্যবহার ক্ষারক কাকে বলে,ক্ষারকের ব্যবহার,ক্ষারক এর বৈশিষ্ট্য কী কী](https://official-result.com/wp-content/uploads/2022/05/ক্ষারক-কাকে-বলে.png)
ক্ষারক কাকে বলে?
যে সকল যৌগ পানিতে হাইড্রোক্সাইড আয়ন (OH-) প্রদান করে, সে সকল যৌগকে ক্ষারক বলে। যেমন, Ca(OH)2 একটি ক্ষারক। কারণ, Ca(OH)2 জলীয় দ্রবণে হাইড্রোক্সাইড আয়ন (OH-) প্রদান করে।
ক্ষারক এর বৈশিষ্ট্য কী কী?
- ক্ষারক লাল লিটমাসকে নীল করে।
- ক্ষারক সাধারণত পিচ্ছিল হয়।
- ক্ষারক কটু স্বাদযুক্ত হয়।
- সকল ক্ষারক পানিতে অদ্রবনীয়। যেমন Fe(OH)2, CaO ইত্যাদি পানিতে অদ্রবনীয়।
- ক্ষারক পানিতে (OH-) আয়ন তৈরি করে।
Also Read: মাতৃভাষা কাকে বলে
(Use of Base) ক্ষারকের ব্যবহার
দৈনন্দিন জীবনে ক্ষারকের ব্যবহার :
- বাসাবাড়িতে পরিচ্ছন্নতার কাজে ক্ষার জাতীয় পদার্থের বেশ ব্যবহার আছে। যেমন : সোডিয়াম হাইড্রোক্সাইড বা কস্টিক সোডা (NaOH) টয়লেট ক্লিনার হিসেবে ব্যবহৃত হয়।
- পানি ও ক্যালসিয়াম হাইড্রোক্সাইড এর তৈরি পেস্ট যা মিল্ক অফ লাইম (Milk of Lime) নামে পরিচিত, পোকামাকড় দমনে ব্যবহৃত হয়।
- পাকস্থলীর এসিডিটি নিরাময়ে ব্যবহৃত এন্টাসিড ঔষধ মূলত ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড [Mg (OH2)] বা অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড [Al(OH)3]।
- অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড কাঁচ পরিষ্কারক হিসেবে ব্যবহৃত হয়।
- ক্যালসিয়াম হাইড্রোক্সাইড পান খাওয়ার চুন বা দেওয়ালের চুনকাম করার জন্য ব্যবহৃত হয়।
- ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের পাতলা দ্রবণ চুনের পানি/ওয়াটার লাইম বাসাবাড়িতে হোয়াইট ওয়াস করতে ব্যবহৃত হয়।
তো আজকে আমরা দেখলাম যে ক্ষারক কাকে বলে এবং আরো অনেক বিস্তারিত বিষয় । যদি পোস্ট ভালো লাগে তাহলে অব্যশয়, আমাদের বাকি পোস্ট গুলো ভিসিট করতে ভুলবেন না!