জৈব যৌগ কাকে বলে? | joibo jougo kake bole?

আজকে আমরা জানবো জৈব যৌগ কাকে বলে? এই প্রশ্নের উত্তর পেতে আমাদের এই পোস্টটি সম্পূর্ণ পড়ুন। আশা করি আপনারা এই প্রশ্নের উত্তর ভালো ভাবে বুঝতে পারবেন।

জৈব যৌগ কাকে বলে
জৈব যৌগ কাকে বলে

জৈব যৌগ কাকে বলে?

জৈব যৌগঃ হাইড্রোকার্বন ও হাইড্রোকার্বন থেকে তৈরি যৌগ সমূহকে জৈব যৌগ বলা হয়। যেমনঃ মিথেন,ইথেন,প্রোপিন ইত্যাদি। পৃথীবির প্রায় এক কোটি যৌগের মধ্যে প্রায় নব্বই লক্ষই জৈব যৌগ। একে মূলত দুইভাবে ভাগ করা হয়,যথাঃ মুক্তশিকল ও বদ্ধশিকল।

joibo jougo kake bole?

হাইড্রোজেন ও কার্বন দ্বারা গঠিত হাইড্রোকার্বন ও হাইড্রোকার্বন থেকে উদ্ভূত যৌগসমূহকে জৈব যৌগ বলে

Also Read: জাবেদা কাকে বলে?

Also Read: বর্গমূল কাকে বলে

জৈব যৌগ কাকে বলে

Leave a Comment