ভূমিকম্প ও আগ্নেয়গিরি কাকে বলে: আজকে আমরা জানবো ভূমিকম্প ও আগ্নেয়গিরি কাকে বলে? এই প্রশ্নের উত্তর পেতে আমাদের এই পোস্টটি সম্পূর্ণ পড়ুন। আশা করি আপনারা এই প্রশ্নের উত্তর ভালো ভাবে বুঝতে পারবেন।
![ভূমিকম্প ও আগ্নেয়গিরি কাকে বলে ভূমিকম্প ও আগ্নেয়গিরি কাকে বলে](https://official-result.com/wp-content/uploads/2022/06/ভূমিকম্প-ও-আগ্নেয়গিরি-কাকে-বলে.png)
ভূমিকম্প ও আগ্নেয়গিরি কাকে বলে?
পৃথিবীর কঠিন ভূত্বকের কোন কোন অংশ প্রাকৃতিক কোন কারনে কখনাে কখনাে অপ্ল সময়ের জন্য হঠাৎ কেঁপে উঠে। ভূত্বকের এরুপ আকস্মিক কম্পনকে ভূমিকম্প বলে।
ভূত্বকের শিলাস্তর সর্বত্র একই ধরনের কঠিন বা গভির নয়। কোথাও নরম, কোথাও কঠিন। ভূত্বকের চাপ হলে সুড়ঙ্গের সৃষ্টি হয়। এই সুড়ঙ্গ দিয়ে ভূত্বকের উষ্ণ বায়ু, গলিত শিলা, ধাতু, ভষ্ম, জলীয়বাষ্প উত্তপ্ত পাথরখন্ড, কাঁদা, ছাই ইত্যাদি প্রবলবেগে উপরে উৎক্ষিপ্ত হয়। ভূপৃষ্ঠ ঐ ছিদ্রপথে বা ফাটলের চারপাশে ক্রমশ জমাট বেঁধে যে উচু মােচাকৃতি পর্বত সৃষ্টি করে তাকে আগ্নেয়গিরি বলে।
Also Read: সংগঠন কাকে বলে
Also Read: সমাজ কাকে বলে
তো আজকে আমরা দেখলাম যে ভূমিকম্প ও আগ্নেয়গিরি কাকে বলে এবং আরো অনেক বিস্তারিত বিষয় । যদি পোস্ট ভালো লাগে তাহলে অব্যশয়, আমাদের বাকি পোস্ট গুলো ভিসিট করতে ভুলবেন না!