দূরত্ব কাকে বলে: আজকে আমরা জানবো দূরত্ব কাকে বলে? এই প্রশ্নের উত্তর পেতে আমাদের এই পোস্টটি সম্পূর্ণ পড়ুন। আশা করি আপনারা এই প্রশ্নের উত্তর ভালো ভাবে বুঝতে পারবেন।
দূরত্ব কাকে বলে?
কোনাে সচল বস্তুকণা যে পথে চলে সেই পথের মোট প্রকৃত দৈর্ঘ্যকে দূরত্ব বলে । দূরত্ব একটি স্কেলার রাশি , এর কোনাে অভিমুখ নেই ।
OR: কোনাে সচল বস্তুর বা কণা যে পথে চলে সেই পথের মোট প্রকৃত দৈর্ঘ্যকে দূরত্ব বলে।
OR: একটি বস্তুর বা কণার অবস্থানের পরিবর্তন হলে, তার প্রাথমিক ও অন্তিম অবস্থানের মাঝে অতিক্রান্ত পথের মোট প্রকৃত দৈর্ঘ্যকে ওই বস্তু বা কণা দ্বারা অতিক্রান্ত দূরত্ব বলে।
দূরত্ব হল দিক নির্বিশেষে একটি বস্তুর মোট গতিবিধি। একটি বস্তুর শুরু বা শেষ বিন্দু থাকা সত্ত্বেও কতটা ভূমি ঢেকে রেখেছে তা আমরা দূরত্ব নির্ধারণ করতে পারি।
Also Read: গতি কাকে বলে
SOME FAQ:
দুরত্বের একক কি?
দুরত্ব এর এস আই একক হলো মিটার (m) এবং দুরত্ব এর সিজিএস একক হলো সেন্টিমিটার (cm)।
দুরত্বের রাশি কি?
দূরত্ব এর মান আছে কিন্তু অভিমুখ নেই। তাই দূরত্ব একটি স্কেলার রাশি।
তো আজকে আমরা দেখলাম যে দূরত্ব কাকে বলে এবং আরো অনেক বিস্তারিত বিষয় । যদি পোস্ট ভালো লাগে তাহলে অব্যশয়, আমাদের বাকি পোস্ট গুলো ভিসিট করতে ভুলবেন না!