রবি মৌসুম ও খরিপ মৌসুমের মধ্যে পার্থক্য কি: আজকে আমরা জানবো রবি মৌসুম ও খরিপ মৌসুমের মধ্যে পার্থক্য কি? এই প্রশ্নের উত্তর পেতে আমাদের এই পোস্টটি সম্পূর্ণ পড়ুন। আশা করি আপনারা এই প্রশ্নের উত্তর ভালো ভাবে বুঝতে পারবেন।
রবি মৌসুম ও খরিপ মৌসুমের মধ্যে পার্থক্য কি?
রবি মৌসুম | খরিপ মৌসুম |
---|---|
আশ্বিন থেকে ফাল্গুন মাস পর্যন্ত সময়কে রবি মৌসুম বলে। | পক্ষান্তরে চৈত্র থেকে ভাদ্র মাস পর্যন্ত সময়কে খরিপ মৌসুম বলে। |
রবি মৌসুমের প্রথম দিকে কিছু বৃষ্টিপাত হয় তবে তা কম। | পক্ষান্তরে খরিপ মৌসুমে বিশেষ করে আষাঢ় থেকে ভাদ্র মাসে পর্যন্ত প্রচুর বৃষ্টিপাত হয়। |
রবি মৌসুমে তাপমাত্রা ও বায়ুর আদ্রতা কম থাকে। | পক্ষান্তরে খরিপ মৌসুমে তাপমাত্রা ও বায়ুর আদ্রতা বেশি থাকে। |
রবি ফসল সাধারণত অক্টোবর এবং নভেম্বর মাসে বপন করা হয়। | বিপরীতে খরিপ ফসলের বপনের সময় জুন ও জুলাই মাস। |
রবি ফসল কাটার সেরা সময় মার্চ এবং এপ্রিল মাসে। | পক্ষান্তরে খরিপ ফসলের ফলন সেপ্টেম্বর ও অক্টোবরে হয়। |
তো আজকে আমরা দেখলাম যে রবি মৌসুম ও খরিপ মৌসুমের মধ্যে পার্থক্য কি এবং আরো অনেক বিস্তারিত বিষয় । যদি পোস্ট ভালো লাগে তাহলে অব্যশয়, আমাদের বাকি পোস্ট গুলো ভিসিট করতে ভুলবেন না!