খাদ্যজাল ও খাদ্য শৃঙ্খলের মধ্যে পার্থক্য কি: আজকে আমরা জানবো খাদ্যজাল ও খাদ্য শৃঙ্খলের মধ্যে পার্থক্য কি? এই প্রশ্নের উত্তর পেতে আমাদের এই পোস্টটি সম্পূর্ণ পড়ুন। আশা করি আপনারা এই প্রশ্নের উত্তর ভালো ভাবে বুঝতে পারবেন।
খাদ্যজাল ও খাদ্য শৃঙ্খলের মধ্যে পার্থক্য কি?
খাদ্যজাল | খাদ্য শৃঙ্খল |
---|---|
খাদ্য জাল হলো অনেকগুলো খাদ্য শৃঙ্খলের পারস্পরিক সম্পর্ক। | খাদ্য শৃঙ্খল হলো খাদ্য ও খাদকের সম্পর্ক। |
খাদ্য জালে বহুসংখ্যক খাদ্য থাকে। | খাদ্য শৃঙ্খলে দুই বা ততোধিক খাদ্য থাকে। |
খাদ্য জালে বহুসংখ্যক খাদক থাকে। | খাদ্য শৃঙ্খলে দুই বা ততোধিক খাদক থাকে। |
খাদ্য জাল খাদ্য শৃঙ্খলের অন্তর্ভুক্ত নয়। | খাদ্য শৃঙ্খল খাদ্য জালের অন্তর্ভুক্ত। |
একটি পরিবেশে একটি মাত্র খাদ্য জার থাকে। | একটি পরিবেশে অনেকগুলো খাদ্য শৃঙ্খল থাকতে পারে। |
তো আজকে আমরা দেখলাম যে খাদ্যজাল ও খাদ্য শৃঙ্খলের মধ্যে পার্থক্য কি এবং আরো অনেক বিস্তারিত বিষয় । যদি পোস্ট ভালো লাগে তাহলে অব্যশয়, আমাদের বাকি পোস্ট গুলো ভিসিট করতে ভুলবেন না!