হ্যালো বন্ধুরা আজকে আমরা জানবো “বিশ্বের প্রথম ব্যাংক কোনটি”। তো চলুন দেখে নেওয়া যাক:
বিশ্বের প্রথম ব্যাংক কোনটি?
বিশ্বের প্রথম ব্যাংক হলো ব্যাংক অফ ভেনিস।
বিশ্বের প্রথম ব্যাংকটি ব্যাংক অফ ভেনিস বলে মনে করা হয়, যেটি 1171 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। ব্যাংক অফ ভেনিস ছিল একটি বেসরকারী ব্যাংক যা কৃষক এবং ব্যবসায়ীদের অর্থ ধার দিত। মনে করা হয় যে ব্যাঙ্ক অফ ভেনিসই প্রথম ব্যাঙ্ক যা কাগজের টাকা ইস্যু করে।
আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি বুঝতে পেরে থাকেন তাহলে, শেয়ার করতে ভুলবেন না।