এসিড কাকে বলে? | Acid Kake Bole? | এসিড চেনার উপায়

এসিড কাকে বলে: আজকে আমরা জানবো এসিড কাকে বলে? এই প্রশ্নের উত্তর পেতে আমাদের এই পোস্টটি সম্পূর্ণ পড়ুন। আশা করি আপনারা এই প্রশ্নের উত্তর ভালো ভাবে বুঝতে পারবেন।

এসিড কাকে বলে,Acid Kake Bole?
এসিড কাকে বলে

এসিড কাকে বলে?

যে তড়িৎবিশ্লেষ্য জলীয় দ্রবনের অনুতে এক বা একাধিক প্রতিস্থাপনীয় হাইড্রোজেন পরমানু থাকে এবং ঐ হাইড্রোজেন পরমানু কোন ধাতু পরমানু কতৃক আংশিক বা সম্পূর্ণরুপে প্রতিস্থাপিত হয়ে লবন ও হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে এবং ক্ষারকের সাথে বিক্রিয়ায় লবন ও পানি উৎপন্ন করে তবে তাকে এসিড বলে

Also Read: কোয়ান্টাম সংখ্যা কাকে বলে

এসিড চেনার উপায়

i) এসিড যৌগের প্রথমে অবশ্যই H পরমাণু থাকবে অর্থাৎ এসিডে প্রতিস্থাপনীয় H থাকবে।
যেমনঃ
HCl H₂SO₄
↑ ↑
H━━⤴
ii) এসিড জলীয় দ্রবণে অবশ্যই প্রোটন (H⁺) উৎপন্ন করে বা দান করে।
যেমনঃ HCl(aq) → H⁺ + Cl⁻
iii) এসিড নীল লিটমাসকে লাল করে।
iv) এসিডের pᵸ এর মান 7 এর কম হবে।
v) এটি টক স্বাদ যুক্ত।
vi) এসিড, ক্ষারের সাথে বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন করে।
যেমনঃ HCl +NaOH → NaCl + H₂O

Acid Kake Bole?

যে সকল পদার্থ জলীয় দ্রবণে হাইড্রোজেন আয়ন (H⁺) দান করে তাদের কে এসিড বলে।

Also Read: সমাজবিজ্ঞান কাকে বলে?

Leave a Comment