মার্কেটিং কাকে বলে: আজকে আমরা জানবো মার্কেটিং কাকে বলে? এই প্রশ্নের উত্তর পেতে আমাদের এই পোস্টটি সম্পূর্ণ পড়ুন। আশা করি আপনারা এই প্রশ্নের উত্তর ভালো ভাবে বুঝতে পারবেন।
মার্কেটিং কাকে বলে?
নিদিষ্ট পরিমান মুনাফা অর্জনের উদ্দেশ্যে কোনো কোম্পানি বা প্রতিষ্ঠান পন্য উৎপাদন থেকে শুরু করে ভোক্তার কাছে পৌছে দেওয়ার যাবতীয় কার্যক্রমকে একত্রে মার্কেটিং বা বাজার যাত করন বলে।
মার্কেটিং হল কোন পণ্য, ব্যবসা ,সার্ভিস ,অথবা ব্র্যান্ডের প্রচার ও প্রসার এর কাজে ব্যবহার করা একটি প্রক্রিয়া। মার্কেটিং এর আসল উদ্দেশ্য হলো জনসাধারণের কাছে নির্দিষ্ট পণ্য, ব্যবসা ,সার্ভিস অথবা ব্রান্ডের ডিমান্ড বা ভ্যালু বৃদ্ধি করা।
Also Read: বিয়োজন কাকে বলে
মার্কেটিং কত প্রকার?
মার্কেটিং প্রধানত দুই ধরনের। যেমন:
- গতানুগতিক মার্কেটিং (Traditional Markating)
- ডিজিটেল মার্কেটিং (Digital Markating)
গতানুগতিক মার্কেটিং (Traditional marketing)
এই মার্কেটিং প্রক্রিয়া অনেক পুরনো। অনেক আগে থেকেই ছোট বড় সকল কোম্পানি গুলো তাদের ব্যবসার প্রচার চালানোর জন্য এই ধরনের মার্কেটিং করে আসছে।
গতানুগতিক মার্কেটিং এর উদাহরণ হলো,
- Radio advertisements
- TV advertisements
- Magazine advertisements
- physical marketing
- Newspaper advertisements
- Calendar advertisements
- Banner advertisements
ডিজিটাল মার্কেটিং (Digital marketing)
Online এবং internet এর মধ্যে যে মার্কেটিং প্রক্রিয়া চালানো হয় তাকে ডিজিটাল মার্কেটিং বলে।
বর্তমানে traditional marketing এর চেয়ে ডিজিটাল মার্কেটিং এর প্রচুর চাহিদা এবং ব্যবহার রয়েছে। ডিজিটাল মার্কেটিং সম্পুর্ণ অনলাইন এবং ইন্টারনেট নির্ভর একটি প্রক্রিয়া। এ কারণে digital marketing কে ইন্টারনেট মার্কেটিং (internet marketing) এবং অনলাইন মার্কেটিং (online marketing) বলা হয়ে থাকে।
তো আজকে আমরা দেখলাম যে মার্কেটিং কাকে বলে এবং আরো অনেক বিস্তারিত বিষয় । যদি পোস্ট ভালো লাগে তাহলে অব্যশয়, আমাদের বাকি পোস্ট গুলো ভিসিট করতে ভুলবেন না!