আইন ও প্রথার মধ্যে পার্থক্য কি?

আইন ও প্রথার মধ্যে পার্থক্য কি: আজকে আমরা জানবো আইন ও প্রথার মধ্যে পার্থক্য কি? এই প্রশ্নের উত্তর পেতে আমাদের এই পোস্টটি সম্পূর্ণ পড়ুন। আশা করি আপনারা এই প্রশ্নের উত্তর ভালো ভাবে বুঝতে পারবেন।

আইন ও প্রথার মধ্যে পার্থক্য কি?

আইনপ্রথা
আইন রাষ্ট্র সৃষ্টি করে।অন্যদিকে, প্রথা স্বতঃস্ফূর্তভাবে সামাজিক অনুমোদনের মাধ্যমে সৃষ্টি হয়।
আইনের অস্তিত্ব বিধিদ্ধভাবে বর্তমান থাকে। স্বভাবতই আইন হল সুস্পষ্ট ও সুনির্দিষ্ট।অন্যদিকে, প্রচলিত ও প্রথাসমূহ বিধিবদ্ধভাবে বা লিখিত আকারে থাকে না। অর্থাৎ সমাজর প্রচলিত প্রথা সুস্পষ্ট বা সুনির্দিষ্ট নয়।
রাষ্ট্রের আইন অমান্য করলে শাস্তি ভোগ করতে হয়।অন্যদিকে, প্রথা লঙ্ঘনকারিকে কোন দৈহিক শাস্তি ভোগ করতে হয় না।
আইন প্রণীত হয় সুস্থ সামাজ জীবনের অস্তিত্বের সাথে গুরুতপূর্ণ ও বিশেষ দরকারি বিষয়ে, যেমন- শিক্ষা ব্যবস্থার সংস্কার সাধন, জমিদারই প্রথার বিলোপ প্রভৃতি।প্রথার অস্তিত্ব পরিলক্ষিত হয়। যেমন- সমাজের প্রাত্যাহিক, পরিচিত ও অতি সাধারণ বিষয়ের ক্ষেত্রে, যেমন- খাদ্যাখাদ্য, পূজাপার্বান প্রভৃতি।
সামাজিক বিভিন্ন প্রথা বা রীতিনীতি যখন বিশেষভাবে প্রয়োজন দেখা দেয় তখন তা আইনে পরিণত হয়।অন্যদিকে, আর প্রথা হল আইনের অন্যতম উৎসমাত্র।

তো আজকে আমরা দেখলাম যে আইন ও প্রথার মধ্যে পার্থক্য কি এবং আরো অনেক বিস্তারিত বিষয় । যদি পোস্ট ভালো লাগে তাহলে অব্যশয়, আমাদের বাকি পোস্ট গুলো ভিসিট করতে ভুলবেন না!

Leave a Comment