cos এর পূর্ণরূপ কি: আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একটি গুরুত্বপূর্ণ পূর্ণরূপ। যা সবার জেনে রাখা উচিত। আর সেটি হলো cos এর পূর্ণরূপ কি। তো চলুন জেনে নেয়।
cos এর পূর্ণরূপ কি?
COS এর পূর্ণরুপ Charity Organization Society.
আরেক ভাবেও এর পূর্ণরূপ হয়: COS – এর পূর্ণ রূপ হল cost of sales বা cost of services। অনেক খুচরা বিক্রেতা ও নির্মাতাদের আয়ের বিবরণীতে cost of goods sold( বিক্রিত পণ্যের দামের) পরিবর্তে cost of sales ব্যবহার করে। অন্য কথায়, এই কর্পোরেশনগুলির জন্য COS হলো COGS এর সমন।
এছাড়াও cos এর আরো অনেক পূর্ণ রূপ রয়েছে।
তার মধ্যে একটি হলো Cos এর পূর্ণ রূপ হলো কোসাইন (cosine)।
তার মধ্যে আরো একটি হলো cos এর পূর্ণরূপ কি – Collection Of Style – শৈলী সংগ্রহ।
Also Read: bcs এর পূর্ণরূপ কি
আশা করি আপনারা cos এর পূর্ণরূপ কি জানতে পেরেছেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের অন্যান্য পোস্ট গুলো ভিসিট করবেন। ধন্যবাদ।