Parts of speech কাকে বলে? | Parts of speech কত প্রকার ও কি কি?

Parts of speech কাকে বলে: আজকে আমরা জানবো Parts of speech কাকে বলে? এই প্রশ্নের উত্তর পেতে আমাদের এই পোস্টটি সম্পূর্ণ পড়ুন। আশা করি আপনারা এই প্রশ্নের উত্তর ভালো ভাবে বুঝতে পারবেন।

Parts of speech কাকে বলে,Parts of speech কত প্রকার ও কি কি
parts of speech কাকে বলে

Parts of speech কাকে বলে?

Sentence- এ ব্যবহৃত প্রত্যেকটি Word কে এক একটি Part of Speech বলে।

OR: কোন sentence এ ব্যবহৃত প্রতিটি word ভিন্ন ভিন্ন কাজ সপন্ন করে এ কাজ অনুযায়ী sentence-এ ব্যবহৃত word গুলোকে যে ভিন্ন ভিন্ন শ্রেণীতে ভাগ করা হয় তাদেরকে parts of speech বলে।

Part of Speech আসলে কি তা এর নামের মধ্যেই লুকিয়ে আছে। ‘Part’ যার অর্থ হল ‘অংশ’ এবং ‘Speech’ যার অর্থ হলো ‘কথা’ বা ‘বাক্য’। অর্থাৎ Part of Speech এর মূল অর্থ দাঁড়ালো বাক্যের অংশ।

Sentence বা বাক্য কতগুলো word বা শব্দের সমন্বয়ে গঠিত হয়। এই word গুলি যখন sentence- এ ব্যবহৃত হয় তখন তাকে পদ বলে। আর এই পদ গুলি হল Part of Speech বা বাক্যের অংশ।

কিন্তু যখন এই word গুলি sentence-এ ব্যবহৃত না হয়ে আলাদা আলাদাভাবে থাকে তখন এগুলোকে word বা শব্দ বলে। তাহলে আমরা বুঝতে পারলাম Part of Speech কাকে বলে।

Parts of speech কত প্রকার ও কি কি?

Parts of Speech আট প্রকার। এগুলো আলোচনা করা হলঃ

  1. Noun
  2. Pronoun
  3. Adjective
  4. Verb
  5. Adverb
  6. Preposition
  7. Conjunction &
  8. Interjection

Also Read: ভাজ্য কাকে বলে

Noun(বিশেষ্য)

word দ্বারা কোন ব্যক্তি, বস্তু, প্রাণী, স্থান, পদার্থ, কোন কিছুর সমষ্টি,অবস্থা বা গুণের নাম বুঝায় তাকে Noun বলে ।

Noun অর্থাৎ নাম। যেসব word দ্বারা ব্যাক্তি, বস্তু, প্রাণী, স্থান, কাল, পদার্থ, দোষ, গুণ প্রভৃতি বুঝায় সেইসব word কে Noun বা বিশেষ্য পদ বলে।

যেমন:

  • Hashi sings sweetly.
  • Tajmahal is a wonder of the world.
  • Gold is valuable.
  • The Cow is useful.
  • Physics is science.
  • Dhaka is the capital of Bangladesh.
  • The horse is a faithful animal.
  • Honesty is the best policy.
  • Our team has won the game.
  • Gold is a precious metal.

Pronoun(সর্বনাম)

Pronoun: যে word কোন Noun-এর পরিবর্তে ব্যবহৃত হয় তাকে Pronoun বলে ।

যেমন:

  • Jakir reads in class ix.
  • He is a good student.

Adjective(বিশেষণ)

Adjective: যে word কোন Noun বা Pronoun-এর দোষ, গুণ, সংখ্যা, পরিমাণ, অবস্থা ইত্যাদি প্রকাশ করে তাকে Adjective বলে । যেমন:

  • Jabed is a good boy.
  • He is dishonest.
  • There is much water in the pond.
  • He is a rich man.

Verb (ক্রিয়া)

যে সব Word দ্বারা কোন কাজ করা বুঝায় তাদেরকে Verb বলে । ইংরেজি ভাষায় verb একটি বিশেষ ভূমিকা পালন করে থাকে তাই Verb-কে বলা হয় ইংরেজি ভাষার প্রাণ । আর তাই Verb ছাড়া ইংরেজিতে কোন Sentence হয় না । যেমন:

  • I eat rice.
  • She can speak English.

Adverb(ভাব বিশেষণ)

যে সকল Word verb-কে modify করে অর্থাৎ verb-এর কাজটি কেমন করে, কখন, কোথায় কিভাবে সম্পন্ন হয় তা নির্দেশ করে তাকে Adverb বলে ।

Note: তবে Adverb, Noun ও Pronoun ছাড়া অন্য সব Parts of Speech কে modify করতে পারে । যেমন:

  • Kamal is very intelligent (modify adjective).
  • Monira is walking slowly (modify verb).
  • Thank you very much (modify Adverb).

Preposition(পদান্বয়ী অব্যয়)

Pre-শব্দের অর্থ পূর্বে এবং Position অর্থ অবস্থান । অতএব যে Word Noun বা Pronoun এর আগে বসে Sentence-এর অন্তর্গত অন্য word এর সাথে সম্পর্ক স্থাপন করে তাকে Preposition বলে ।যেমন: The vulture was sitting in a tall tree.

Preposition-এর পরে যে Noun বা Pronoun (বস্তুত noun phrase) বসে তাকে Preposition-এর Object বলে ।Preposition ও তার Object-কে একত্রে Prepositional Phrase বলে।

এখানে in a tall tree একটি Prepositional Phrase. আট প্রকার Parts of Speech এর মধ্যে Preposition এর ব্যবহার অধিক গুরুত্বপূর্ণ। পরবর্তী পাঠে Preposition নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে।

Conjunction(সমুচ্চয়ী অব্যয়)

A conjunction is a word used to join words or sentences. – Wren & Martin.

‘Con’ মানে ’একত্র’ এবং Junction মানে ’সংযোগ’। সুতরাং ‘Conjunction’ – এর অর্থ হলো ’একত্র সংযোগ’।

তাহলে বলা যায়, Conjunction হলো সেই শব্দ যা একাধিক শ্বদ বা বাক্যকে সংযুক্ত করার জন্য ব্যবহৃত হয়।

Ram and Shyam are two brothers.

রাম ও শ্যাম দুই ভাই। এই বাক্যে ‘and’ Ram ও Shyam এই দুজনের মধ্যে সংযোগ ঘটাচ্ছে তাই ‘and’ হলো conjunction।

Also Read: ব্যাপন কাকে বলে

Interjection(আবেগসূচক অব্যয়)

An Interjection is a word or sound thrown into a sentence to express some feeling of the mind.

যে শব্দ মনের আকস্মিক আবেগ প্রকাশ করে, তাকে Interjection বলে।

একটি বাক্যে প্রবল তাৎক্ষণিক আবেগ প্রকাশ করার জন্য ব্যবহৃত Word হচ্ছে Interjection বা আবেগসূচক অব্যয়।

এই শব্দগুলো দ্বারা একটি বাক্যে আবেগকে প্রকাশ করানো হয় তাই এদেরকে আবেগসূচক অব্যয় বলা হয়ে থাকে। বেশকিছু Interjection এর উদাহরণ হতে পারে: Ow, ouch, Boo, ew, yuck, ugh, shoot, whoops, Yay, yippee ইত্যাদি। যেমন: Bah! That was a total waste of time বাক্যে Bah! দ্বারা তাৎক্ষণিক আবেগ প্রকাশ করা হচ্ছে।

নিচের Sentence গুলো লক্ষ্য করা যাক-

  • Hello, Rana! How are you?
  • Bravo! You have done well.
  • Hurrah! We have won the game.
  • Fie! You are a liar.
  • Alas! He is no more.

উপরের বাক্যগুলোতে Hello, Hurrah, Fie, Bravo, Alas শব্দগুলির সাহায্যে যথাক্রমে দৃষ্টি আকর্ষন, আনন্দ, ঘৃণা, উৎসাহ এবং দু:খ প্রকাশ করা হয়েছে। তাহলে বলা যায় এই সব শব্দগুলোই হলো Interjection.

তো আজকে আমরা দেখলাম যে Parts of speech কাকে বলে এবং আরো অনেক বিস্তারিত বিষয় । যদি পোস্ট ভালো লাগে তাহলে অব্যশয়, আমাদের বাকি পোস্ট গুলো ভিসিট করতে ভুলবেন না!

Leave a Comment