Symphony Innova 10 এর দাম কত: আসসালামালাইকুম বন্ধুরা আপনারা কেমন আছেন? আশা করি ভাল আছেন। Symphony Innova 10 ফোনটি বাজারে কিছুদিন আগে রিলিজ হয়েছে। আপনাদের মধ্যে অনেকে আমাকে এই বিষয় নিয়ে একটি পোস্ট করতে বলেছেন। তাই আজকে আমরা এই পোস্টটি আপনাদের জন্য হাজির করলাম । আশা করি আপনারা এখান থেকে সকল রকম ইনফরমেশন পাবেন।
আপনারা অনেক দিন ধরে জানার চেষ্টা করছেন যে Symphony Innova 10 এর দাম কত,Symphony Innova 10 এর ক্যামেরা কেমন বা এর র্যাম কেমন, এর ডিসপ্লে কেমন ইত্যাদি।?
আজকে আপনাদের Symphony Innova 10 এর দাম সহ সকল কিছু ব্যাখা করব। তো চলুন দেখে নেওয়া যাক:
Symphony Innova 10 এর দাম কত বিস্তারিত?
Symphony Innova 10 এর দাম সহ সকল তথ্য নিচে একের পর এক দেওয়া আছে । বিশেষ করে যেই তথ্যগুলো মানুষ বেশি জানতে চাই সেগুলো। আপনি এই সব তথ্য যেকোনো জায়গায় ব্যবহার করতে পারবেন।
Symphony Innova 10 এর দাম কত?
- ৳10,999 4/64 GB
Symphony Innova 10 এর নেটওয়ার্ক কি?
- এর নেটওয়ার্ক এ রয়েছে উত্তর।
- এর SIM হলো Dual Nano SIM।
- এর Bluetooth হলো ✅।
- এর GPS হলো ✅ A-GPS।
Symphony Innova 10 এর র্যাম এবং রম কত?
- এর RAM হলো 4 GB।
- এর ROM হলো 64 / 128 GB
Symphony Innova 10 এর ডিসপ্লে:
- এর Display Size হলো 6.6 inches।
- Resolution হলো HD+ 1600 x 720 pixels।
Symphony Innova 10 এর ব্যাটারি:
- এর Battery হলো Lithium-polymer 5050 mAh
- এর সাথে রয়েছে ✅ 18W Fast Charging
Symphony Innova 10 এর ক্যামেরা কি?:
- এর Back Camera ই Resolution রয়েছে Dual 52+2 Megapixel
- এর Front Camera ই Resolution রয়েছে 8 Megapixel
আশা করি আপনারা এখান থেকে সকল রকম তথ্য পেয়েছেন। Symphony Innova 10 এর দাম কত,এরকম আরো কিছু যদি জানতে ইচ্ছে করে তাহলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করুন।