verb কাকে বলে? | Verb কয় প্রকার ও কী কী?

verb কাকে বলে: আজকে আমরা জানবো verb কাকে বলে? এই প্রশ্নের উত্তর পেতে আমাদের এই পোস্টটি সম্পূর্ণ পড়ুন। আশা করি আপনারা এই প্রশ্নের উত্তর ভালো ভাবে বুঝতে পারবেন।

verb কাকে বলে,Verb কয় প্রকার ও কী কী
verb কাকে বলে

verb কাকে বলে?

যে word বা শব্দ দ্বারা হওয়া, খাওয়া প্রভৃতি কর্ম বোঝায়, তাকে Verb বলে।

যে শব্দ দ্বারা কোন প্রকার কাজ করা/হওয়া বা কোনো অবস্থা বুঝায় তাকেই Verb বলে। যেমন: buy, sell, go, eat, sleep, walk, run, see, play, write, give etc.

Verb কয় প্রকার ও কী কী?

Verb – কে দু’টি প্রধান শ্রেণীতে ভাগ করা যায়, যথা –

  1. Principal Verb (প্রধান ক্রিয়া)
  2. Auxiliary Verb (সাহায্যকারী ক্রিয়া)

Principal Verb

যে Verb নিজে নিজেই কাজ সম্পন্ন করতে পারে, তাকে Principal Verb বলে।

যেমন – walk, eat, go ইত্যাদি ।

He walks slowly.

Auxiliary Verb

যে Verb, Principal Verb কে Tense, Voice ও Mood গঠন করতে সাহায্য করে, তাকে Auxiliary Verb বা Helping Verb বলে।

যেমন – be, have, can, could, shall, should, will, would, may, might, do, must, ought, need, dare ইত্যাদি ।

Also Read: বর্গ কাকে বলে

তো আজকে আমরা দেখলাম যে verb কাকে বলে এবং আরো অনেক বিস্তারিত বিষয় । যদি পোস্ট ভালো লাগে তাহলে অব্যশয়, আমাদের বাকি পোস্ট গুলো ভিসিট করতে ভুলবেন না!

Leave a Comment