verb কাকে বলে: আজকে আমরা জানবো verb কাকে বলে? এই প্রশ্নের উত্তর পেতে আমাদের এই পোস্টটি সম্পূর্ণ পড়ুন। আশা করি আপনারা এই প্রশ্নের উত্তর ভালো ভাবে বুঝতে পারবেন।
verb কাকে বলে?
যে word বা শব্দ দ্বারা হওয়া, খাওয়া প্রভৃতি কর্ম বোঝায়, তাকে Verb বলে।
যে শব্দ দ্বারা কোন প্রকার কাজ করা/হওয়া বা কোনো অবস্থা বুঝায় তাকেই Verb বলে। যেমন: buy, sell, go, eat, sleep, walk, run, see, play, write, give etc.
Verb কয় প্রকার ও কী কী?
Verb – কে দু’টি প্রধান শ্রেণীতে ভাগ করা যায়, যথা –
- Principal Verb (প্রধান ক্রিয়া)
- Auxiliary Verb (সাহায্যকারী ক্রিয়া)
Principal Verb
যে Verb নিজে নিজেই কাজ সম্পন্ন করতে পারে, তাকে Principal Verb বলে।
যেমন – walk, eat, go ইত্যাদি ।
He walks slowly.
Auxiliary Verb
যে Verb, Principal Verb কে Tense, Voice ও Mood গঠন করতে সাহায্য করে, তাকে Auxiliary Verb বা Helping Verb বলে।
যেমন – be, have, can, could, shall, should, will, would, may, might, do, must, ought, need, dare ইত্যাদি ।
Also Read: বর্গ কাকে বলে
তো আজকে আমরা দেখলাম যে verb কাকে বলে এবং আরো অনেক বিস্তারিত বিষয় । যদি পোস্ট ভালো লাগে তাহলে অব্যশয়, আমাদের বাকি পোস্ট গুলো ভিসিট করতে ভুলবেন না!