আপেক্ষিক তাপ কাকে বলে? | আপেক্ষিক তাপ এর একক | আপেক্ষিক তাপ এর মাত্রা

আপেক্ষিক তাপ কাকে বলে: আজকে আমরা জানবো আপেক্ষিক তাপ কাকে বলে? এই প্রশ্নের উত্তর পেতে আমাদের এই পোস্টটি সম্পূর্ণ পড়ুন। আশা করি আপনারা এই প্রশ্নের উত্তর ভালো ভাবে বুঝতে পারবেন।

আপেক্ষিক তাপ কাকে বলে,আপেক্ষিক তাপ এর একক,আপেক্ষিক তাপ এর মাত্রা
আপেক্ষিক তাপ কাকে বলে

আপেক্ষিক তাপ কাকে বলে?

কোন পদার্থের একক ভরের উষ্ণতায এক ডিগ্রি বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে ওই পদার্থের আপেক্ষিক তাপ বলে।

Or: একক ভরের কোনাে পদার্থের উষ্ণতা এক ডিগ্রি বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়ােজন , তাকে ওই পদার্থের আপেক্ষিক তাপ বলে ।

Also Read: ঘাত বল কাকে বলে

Or:একক ভরের কোন বস্তুর তাপমাত্রা এক ডিগ্রি পরিমাণ বৃদ্ধি বা হ্রাস করতে যে পরিমাণ তাপ ঐ বস্তু কর্তৃক গৃহীত বা বর্জিত হয়, তাকে ঐ বস্তুর আপেক্ষিক তাপ বলে। আপেক্ষিক তাপকে S দ্বারা প্রকাশ করা হয়। এর একক হল jkg-1K−1।

উদাহরণ : লোহার আপেক্ষিক তাপ 460 jkg-1K−1। এ থেকে বোঝা যায় যে, 1 Kg লোহার তাপমাত্রা 1 K বাড়াতে 460 J তাপের প্রয়োজন হয়।

SI পদ্ধতিতে আপেক্ষিক তাপের সংজ্ঞা

1 কিলােগ্রাম ভরের কোনাে পদার্থের উষ্ণতা 1 কেলভিন বা 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধির জন্য যত জুল তাপ শক্তির প্রয়ােজন , তাকে ওই পদার্থের আপেক্ষিক তাপ বলে ।

Also Read: রাজনীতি কাকে বলে

আপেক্ষিক তাপের একক

সিজিএস পদ্ধতিতে আপেক্ষিক তাপের একক ক্যালোরি/গ্রাম/ডিগ্রী সেন্টিগ্রেড।

এক গ্রাম ভরের কোন পদার্থের উষ্ণতা এক ডিগ্রি সেন্টিগ্রেড বাড়াতে যত ক্যালরি তাপের প্রয়োজন হয় তাকে ওই পদার্থের আপেক্ষিক তাপ বলে। এই পদ্ধতিতে আপেক্ষিক তাপের একক হল ক্যালরি প্রতি গ্রাম প্রতি ডিগ্রি সেন্টিগ্রেড।

যেমন তামার আপেক্ষিক তাপ 0.09 ক্যালোরি/গ্রাম/ডিগ্রী সেন্টিগ্রেড বলতে আমরা বুঝি এক গ্রাম তামার উষ্ণতায় এক ডিগ্রি সেন্টিগ্রেট বাড়াতে 0.09 ক্যালোরি তাপের প্রয়োজন হয়।

cgs পদ্ধতিতে আপেক্ষিক তাপের একক

cgs পদ্ধতিতে আপেক্ষিক তাপের একক ক্যালােরি/গ্রাম°C ( cal g‐¹°C‐¹ )

SI পদ্ধতিতে আপেক্ষিক তাপের একক

SI পদ্ধতিতে আপেক্ষিক তাপের একক জুল/কেজি কেলভিন ( J kg‐¹K‐¹ ) বা জুল/কেজি°C ( J kg‐¹°c )

Some FAQ:

তামার আপেক্ষিক তাপ কত

তামার আপেক্ষিক তাপ 0.09 ব্রিটিশ থার্মাল ইউনিট/পাউন্ড/ডিগ্রি ফারেনহাইট বা 0.09 ক্যালোরি/গ্রাম/ডিগ্রী সেন্টিগ্রেড

জলের আপেক্ষিক তাপ কত

জলের আপেক্ষিক তাপ সবচেয়ে বেশি। জলের আপেক্ষিক তাপ 1 ক্যালোরি / গ্রাম/ডিগ্রী সেন্টিগ্রেড বা 42000 জুল/কেজি কেলভিন। বিভিন্ন উপাদানের বস্তুর এই তাপ বিভিন্ন হয়।

এস আই পদ্ধতিতে আপেক্ষিক তাপের একক কি

এস আই পদ্ধতিতে আপেক্ষিক তাপের একক হল জুল/কেজি/ডিগ্রী সেন্টিগ্রেড।

তামার আপেক্ষিক তাপ 0.09 বলতে কী বোঝো

একক ভরের তামার এক ডিগ্রি উষ্ণতা বৃদ্ধি করতে 0.09 একক তাপ লাগে । অথবা 1 গ্রাম তামার 1°C উষ্ণতা বৃদ্ধি করতে 0.09 ক্যালােরি তাপ লাগে ।

লোহার আপেক্ষিক তাপ 462 জুল/কেজি কেলভিন বলতে কী বোঝো

এক কিলােগ্রাম লােহার উষ্ণতা এক কেলভিন বৃদ্ধি করতে 462 জুল তাপের প্রয়ােজন ।

সীসার আপেক্ষিক তাপ 0.03 বলতে কী বোঝো

একক ভরের সিসার এক ডিগ্রি উষ্ণতা বৃদ্ধি করতে 0.03 একক তাপ লাগবে । অথবা 1 গ্রাম সিসার উষ্ণতা 1°C বৃদ্ধি করতে 0.03 ক্যালােরি তাপ লাগবে ।

তো আজকে আমরা দেখলাম যে আপেক্ষিক তাপ কাকে বলে এবং আরো অনেক বিস্তারিত বিষয় । যদি পোস্ট ভালো লাগে তাহলে অব্যশয়, আমাদের বাকি পোস্ট গুলো ভিসিট করতে ভুলবেন না!

আপেক্ষিক তাপ কাকে বলে,আপেক্ষিক তাপ এর একক,আপেক্ষিক তাপ এর মাত্রা

Leave a Comment