আজকে আমরা জানবো আয়তন কাকে বলে? এই প্রশ্নের উত্তর পেতে আমাদের এই পোস্টটি সম্পূর্ণ পড়ুন। আশা করি আপনারা এই প্রশ্নের উত্তর ভালো ভাবে বুঝতে পারবেন।

আয়তন কাকে বলে?
ঘনবস্তুর ঘনফলকেই আয়তন বলে। কোন বস্তু যে জায়গা জুড়ে থাকে তাকে এর আয়তন বলে। একে দ্বারা প্রকাশ করা হয়। কোনো আয়তকার বস্তুর দৈর্ঘ্য a, প্রস্থ b এবং উচ্চতা h হলে, বস্তুর আয়তন V = a × b × h।
আয়তনের সূত্রাবলী

আয়তাকার ঘনবস্তুর আয়তনের পরিমাপ = দৈর্ঘ্যের পরিমাপপ্রস্থের পরিমাপউচ্চতার পরিমাপ
দৈর্ঘ্যে, প্রস্থ এবং উচ্চতার পরিমাপ একই এককে প্রকাশ করে আয়তনের পরিমাপ ঘন এককে নির্ণয় করা হয়। দৈর্ঘ্য ১ সে.মি, প্রস্থ ১ সে.মি এবং উচ্চতা ১ সে.মি হলে আয়তন হবে ১ গন সে.মি।
Also Read: বিজ্ঞান কাকে বলে?
আয়তন পরিমাপের মেট্রিক এককাবলি

তরল পদার্থের আয়তন পরিমাপ
কোন তরল পদার্থ সাধরনত যতটুকু জায়গা জুড়ে থাকে তা এর আয়তন। তরল পদার্থের নির্দিষ্ট কোন দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা নেই। যে পাত্রে তরল পদার্থ রাখা হয় তা সেই পাত্রের আকার ধারণ করে।
এ জন্য নির্দিষ্ট আয়তনের কোন ঘনবস্তুর আকৃতির মাপনি দ্বারা তরল পদার্থ মাপা হয়। এক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রেই লিটার মাপনি ব্যবহার করা হয়।
Also Read: জোড় সংখ্যা কাকে বলে?
বর্তমানে ক্রেতাদের সুবিধার্থে তেল ১,২,৫ লিটার বোতলে বিক্রি করা হয় এবং পানির ক্ষেত্রেও একই ভাবে ২৫০, ৫০০, ১০০০ মিলিলিটার বোতলে করে বিক্রি করা হয়।
তরল পদার্থের আয়তন পরিমাপের মেট্রিক এককাবলি
