আজকে আমরা জানবো আয়তন কাকে বলে? এই প্রশ্নের উত্তর পেতে আমাদের এই পোস্টটি সম্পূর্ণ পড়ুন। আশা করি আপনারা এই প্রশ্নের উত্তর ভালো ভাবে বুঝতে পারবেন।
আয়তন কাকে বলে?
ঘনবস্তুর ঘনফলকেই আয়তন বলে।
অন্যভাবে বললে এইভাবে বলা যায় যে, কোন বস্তু যে জায়গা জুড়ে থাকে তাকে এর আয়তন বলে।
বিকল্প ১: এক মোল পরিমাণ পদার্থের আয়তনকে মোলার আয়তন বলে।
বিকল্প ২: কোনো তরল, গ্যাসীয়, কঠিন, প্লাজমা অথবা কোনো আকৃতি দ্বারা সীমাবদ্ধ বা অধিকৃত স্থানকে আয়তন বলে।
বিকল্প ৩: যে বস্তু বা পদার্থ যে পরিমানের জায়গা বা স্থান দখল করে থাকে সেই নির্দিষ্ট পরিমানের স্থানকে আয়তন বলে।
মনে রাখার সহজ কৌশল: উপরের যেকোনো একটি সংজ্ঞা ৮ বার পড়ুন। তাহলে দেখবেন এমনিতে মনে থাকছে। ❤️
একে V দ্বারা প্রকাশ করা হয়। কোনো আয়তকার বস্তুর দৈর্ঘ্য a, প্রস্থ b এবং উচ্চতা h হলে, বস্তুর আয়তন V = a × b × h।
আয়তনের সূত্রাবলী
আয়তাকার ঘনবস্তুর আয়তনের পরিমাপ = দৈর্ঘ্যের পরিমাপ*প্রস্থের পরিমাপ*উচ্চতার পরিমাপ = L×M×N ঘনএকক।
দৈর্ঘ্যে, প্রস্থ এবং উচ্চতার পরিমাপ একই এককে প্রকাশ করে আয়তনের পরিমাপ ঘন এককে নির্ণয় করা হয়। দৈর্ঘ্য ১ সে.মি, প্রস্থ ১ সে.মি এবং উচ্চতা ১ সে.মি হলে আয়তন হবে ১ ঘন সে.মি।
আয়তন পরিমাপের মেট্রিক এককাবলি
তরল পদার্থের আয়তন পরিমাপ
কোন তরল পদার্থ সাধরনত যতটুকু জায়গা জুড়ে থাকে তা এর আয়তন। তরল পদার্থের নির্দিষ্ট কোন দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা নেই। যে পাত্রে তরল পদার্থ রাখা হয় তা সেই পাত্রের আকার ধারণ করে।
এ জন্য নির্দিষ্ট আয়তনের কোন ঘনবস্তুর আকৃতির মাপনি দ্বারা তরল পদার্থ মাপা হয়। এক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রেই লিটার মাপনি ব্যবহার করা হয়।
Also Read: জোড় সংখ্যা কাকে বলে?
আয়তন পরিমাপের একক কি কি?
এখানে আমরা জানব আয়তন পরিমাপের একক গুলি। তো চলো দেখে নেওয়া যাক:
- আয়তনের SI একক ঘনমিটার।
- আয়তনের CGS একক ঘনসেন্টিমিটার।
আয়তনের বৈশিষ্ট্য
আয়তনের অনেকগুলো বৈশিষ্ট্য রয়েছে তার মধ্যে তিনটি বৈশিষ্ট্য উল্লেখ করা হলো:
- চাপ ও উষ্ণতার ওপর গ্যাসীয় পদার্থের আয়তন নির্ভর করে।
- সমান ভরের বিভিন্ন পদার্থের আয়তন বিভিন্ন। যেমন- 1 কেজি পাথর অপেক্ষা 1 কেজি তুলোর আয়তন অনেকগুন বেশি।
- কোনো অবস্থাতেই পদার্থের আয়তন শূন্য হয়না।
আয়তনের মাত্রীয় সংকেত কি?
আয়তনের একটি মাত্রীয় সংকেত রয়েছে। নিচে মাত্রীয় সংকেতটি উল্লেখ করা হলো:
আয়তনের মাত্রীয় সংকেত [L3]।
তরলের আয়তন পরিমাপ একক সমূহ
- ১০ মিলিলিটার = ১ সেন্টিলিটার।
- ১০ সেন্টিলিটার = ১ ডেসিলিটার।
- ১০ ডেকালিটার = ১ হেক্টোলিটার।
- ১০ হেক্টোলিটার = ১ কিলোলিটার।
- ১০০০ লিটার = ১ কিলোলিটার।
- ১ ঘনফুট = ২৮৬৭ লিটার (প্রায়)।
- ১ গ্যালন = ৪.৫৫ লিটার।
- ১ কিউসেক = ২৮.৩১৭ লিটার।
- ১ ব্যারেল = ১৫৯ লিটার।
- ১০ ডেসিলিটার = ১ লিটার।
- ১০০ সেন্টিলিটার = ১ লিটার।
- ১০ লিটার = ১ ডেকালিটার।
তরল পদার্থের আয়তন পরিমাপের মেট্রিক এককাবলি
তো আজকে আমরা দেখলাম যে আয়তন কাকে বলে,আয়তনের বৈশিষ্ট্য,তরলের আয়তন পরিমাপ একক সমূহ এবং আরো অনেক বিস্তারিত বিষয়। যদি পোস্ট ভালো লাগে তাহলে অব্যশয়, আমাদের বাকি পোস্ট গুলো ভিসিট করতে ভুলবেন না!