একুশ দফার প্রথম দফা কোনটি? – বিস্তারিত

হ্যালো বন্ধুরা আজকে আমরা জানবো “একুশ দফার প্রথম দফা কোনটি”। তো চলুন দেখে নেওয়া যাক:

একুশ দফার প্রথম দফা কোনটি

একুশ দফার প্রথম দফা কোনটি?

একুশ দফার প্রথম দফা হলো বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা করা। তৎকালীন পূর্ববাংলার ১৯৫৩ সালের ৪ ডিসেম্বর মুসলিম লীগ শাসনের অবসানের লক্ষ্যে আওয়ামী লীগ সভাপতি মাওলানা ভাসানী, কৃষক শ্রমিক পার্টির সভাপতি শেরে বাংলা এ.কে ফজলুল হক এবং হোসেন শহীদ সোহরাওয়ার্দী মিলে ১৯৫৪ সালের নির্বাচনে কর্মসূচিই’ একুশ দফা’ নামে পরিচিত। একুশটি দফা বিশিষ্ট এ কর্মসূচির প্রথম দাবিই ছিল বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করা।

আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি বুঝতে পেরে থাকেন তাহলে, শেয়ার করতে ভুলবেন না।

Leave a Comment