গ্যামেট কাকে বলে? | গ্যামেট মানে কি? | গ্যামেট কয় প্রকার ও কি কি?

গ্যামেট কাকে বলে: আজকে আমরা জানবো গ্যামেট কাকে বলে? এই প্রশ্নের উত্তর পেতে আমাদের এই পোস্টটি সম্পূর্ণ পড়ুন। আশা করি আপনারা এই প্রশ্নের উত্তর ভালো ভাবে বুঝতে পারবেন।

গ্যামেট কাকে বলে,গ্যামেট মানে কি,গ্যামেট কয় প্রকার ও কি কি
গ্যামেট কাকে বলে

গ্যামেট কাকে বলে?

গ্যামেট হল জনন কোষ। মানুষসহ উচ্চ শ্রেণির জীবের যাদের লিঙ্গভেদ আছে তাদের দেহে মিয়োসিস কোষ বিভাজনের ফলে গ্যামেট উৎপন্ন হয়।

Or: গ্যামেট হলো জননকোষ। মানুষ এবং অন্যান্য উন্নত ধরনের জীব যাদের লিঙ্গভেদ পরিলক্ষিত হয়, তাদের দেহে মিয়োসিস কোষ বিভাজনের ফলে জননকোষ তথা গ্যামেট উৎপন্ন হয়।

গ্যামেট কয় প্রকার ও কি কি

গ্যামেট দুই ধরনের হয়ে থাকে। যথাঃ পু-গ্যামেট এবং স্ত্রী-গ্যামেট।

পুরুষ গ্যামেটকে বলে শুক্রানু এবং স্ত্রী গ্যামেটকে বলে ডিম্বাণু বলে।

গ্যামেট এমন একটি হ্যাপ্লয়েড কোষ যা অন্য কোন কোষের সঙ্গে একীভূত হয়ে নিষিক্তকরণের মাধ্যমে প্রাণীর যৌ*ন প্রজনন ঘটায়।

Also Read: আয়ত কাকে বলে

Gamet Kake Bole?

সংক্ষেপে একটি গ্যামেট হল একটি ডিম্ব কোষ (মহিলা গ্যামেট) বা একটি শুক্রাণু (পুরুষ গেমেট)।

এটি আনিসোগ্যামি বা হিটারোগ্যামির উদাহরণ, যে অবস্থায় স্ত্রীলোক এবং পুরুষরা ভিন্ন আকারের গ্যামেট তৈরি করে (এটি মানুষের ক্ষেত্রে; মানুষের ডিম্বকোষ একটি মানব শুক্রাণু কোষের প্রায় ১০০,০০০ গুণ )।

তো আজকে আমরা দেখলাম যে গ্যামেট কাকে বলে এবং আরো অনেক বিস্তারিত বিষয় । যদি পোস্ট ভালো লাগে তাহলে অব্যশয়, আমাদের বাকি পোস্ট গুলো ভিসিট করতে ভুলবেন না!

Also Read: জৈব যৌগ কাকে বলে

গ্যামেট কাকে বলে,গ্যামেট মানে কি,গ্যামেট কয় প্রকার ও কি কি

Leave a Comment