ঘূর্ণন গতি কাকে বলে? | Ghurnon Goti Kake Bole? | ঘূর্ণন গতির উদাহরণ | ঘূর্ণনের বৈশিষ্ট্যসমূহ

ঘূর্ণন গতি: আজকে আমরা জানবো ঘূর্ণন গতি কাকে বলে? এই প্রশ্নের উত্তর পেতে আমাদের এই পোস্টটি সম্পূর্ণ পড়ুন। আশা করি আপনারা এই প্রশ্নের উত্তর ভালো ভাবে বুঝতে পারবেন।

ঘূর্ণন গতি কাকে বলে
ঘূর্ণন গতি কাকে বলে

ঘূর্ণন গতি কাকে বলে?

নির্দিষ্ট কোনো বস্তু যদি একটি নির্দিষ্ট বিন্দু বা অক্ষকে কেন্দ্র করে সেই বিন্দু বা অক্ষের চতুর্দিকে বৃত্তাকার পথে গতিশীল থাকে তবে ওই গতিকে ঘুর্ণন গতি (Rotational motion) বলে।

ঘূর্ণন গতি হচ্ছে একটি নির্দিষ্ট বিন্দু থেকে সর্বদা সমদূরত্ব বজায় রেখে চলমান বস্তুর গতি। যখন কোনো বস্তু কোনো নির্দিষ্ট বিন্দু বা অক্ষ থেকে বস্তু কণাগুলোর দূরত্ব অপরিবর্তিত রেখে ঐ বিন্দু বা অক্ষকে কেন্দ্র করে ঘোরে তখন সে বস্তুর গতিকে ঘূর্ণন গতি (Circular Motion) বলে

Also Read: সূচক কাকে বলে?

এটি এক বিশেষ ধরনের পর্যায়বৃত্ত গতি। যেমন, বৈদ্যুতিক পাখার গতি,ঘড়ির কাঁটার গতি ইত্যাদি ঘূর্ণন গতির উদাহরণ

ঘূর্ণনের বৈশিষ্ট্যসমূহ

ঘূর্ণন গতির নিম্নোক্ত বৈশিষ্ট্য রয়েছে –

  1. কোনো বস্তুর ঘূর্ণন হলে তার প্রতিটি কণা কোনো নির্দিষ্ট সময়ের অবকাশে একই কোণে ঘুরে।
  2. ঘূর্ণন অক্ষ সবসময় স্থির থাকে।

ঘূর্ণন গতির উদাহরণ

পৃথিবীর আহ্নিক গতি, ঘূর্ণায়মান চাকার আবর্তন গতি, চলন্ত পাখার ব্লেডের গতি হল ঘূর্ণন গতির উদাহরণ।

ঘূর্ণন গতি সংক্রান্ত রাশিমালা-Terms related to rotational motion

  1. কৌণিক সরণ
  2. কৌণিক বেগ

Also Read: কোয়ান্টাম সংখ্যা কাকে বলে?

Leave a Comment