চলক কাকে বলে: আজকে আমরা জানবো চলক কাকে বলে? এই প্রশ্নের উত্তর পেতে আমাদের এই পোস্টটি সম্পূর্ণ পড়ুন। আশা করি আপনারা এই প্রশ্নের উত্তর ভালো ভাবে বুঝতে পারবেন।
চলক কাকে বলে?
গাণিতিক প্রক্রিয়ায় যে রাশির মান পরিবর্তিত হতে পারে তাকে চলক বলে।
Barry E. Anderson বলেন
“পরস্পর বিচ্ছিন্ন গুণের সেট বা সমাবেশকে চলক বলে।”
P.V. Young বলেন
“যে পরিমাণ বা বৈশিষ্ট্যের বিভিন্ন পরিসংখ্যান বা শ্রেণি থাকে তাকে চলক বলে।”
যেহেতু চলক যে কোন মান গ্রহণ করতে পারে সেজন্য এটি কোন নির্দিষ্ট সংখ্যা দ্বারা নির্দেশ না করে প্রতীক দ্বারা নির্দেশ করা হয়। যেমন: X, Y, Z, A, B ইত্যাদি।
তবে অর্থনীতিতে ব্যবহৃত চলকসমূহ হচ্ছে চাহিদা, যোগান, দাম, আয় ইত্যাদি।
Also Read: সমকোণ কাকে বলে
চলকের বৈশিষ্ট্য
- চলকের মান নির্দিষ্ট থাকে না।
- চলক ভিন্ন মান ধারণ করতে পারে।
- চলকের প্রতীকের মান পরিবর্তন হয়।
চলক কত প্রকার ও কি কি?
চুলককে প্রধানত দুই ভাগে ভাগ করা যায়। যথা:
- গুণবাচক চলক (Quality Variable)
- সংখ্যাবাচক চলক (Numeric Variable)
১. গুণবাচক চলক (Quality Variable)
যে সকল চলককে সংখ্যা দিয়ে প্রকাশ করা সম্ভব নয় কিন্তু তাদেরকে গুণবাচক বৈশিষ্ট্য দিয়ে প্রকাশ করা যায় তাদেরকে গুণবাচক চলক বলে। যেমন : অনুভূতি, খারাপ লাগা, ভালো লাগা, পেশা ইত্যাদি।
২. সংখ্যাবাচক চলক (Numeric Variable)
যে চলকগুলো সংখ্যার বৈশিষ্ট্যকে প্রাধান্য দিয়ে তার মান প্রকাশ করে তাকে সংখ্যাবাচক চলক বলা হয়। যথা- ওজন, যেকোন কিছুর পরিমাপ, নম্বর ইত্যাদি।
তো আজকে আমরা দেখলাম যে চলক কাকে বলে এবং আরো অনেক বিস্তারিত বিষয় । যদি পোস্ট ভালো লাগে তাহলে অব্যশয়, আমাদের বাকি পোস্ট গুলো ভিসিট করতে ভুলবেন না!