তড়িৎ চালক শক্তি কাকে বলে? | তড়িচ্চালক শক্তির একক কি?

তড়িৎ চালক শক্তি কাকে বলে: আজকে আমরা জানবো তড়িৎ চালক শক্তি কাকে বলে? এই প্রশ্নের উত্তর পেতে আমাদের এই পোস্টটি সম্পূর্ণ পড়ুন। আশা করি আপনারা এই প্রশ্নের উত্তর ভালো ভাবে বুঝতে পারবেন।

তড়িৎ চালক শক্তি কাকে বলে,তড়িচ্চালক শক্তির একক কি
তড়িৎ চালক শক্তি কাকে বলে

তড়িৎ চালক শক্তি কাকে বলে?

কোন তড়িৎ উৎস একক আধানকে বর্তনীর এক বিন্দু থেকে উৎসসহ সম্পূর্ণ বর্তনী ঘুরিয়ে ঐ বিন্দুতে আনতে যে পরিমাণ কাজ সম্পন্ন হয় তাকে ঐ উৎসের তড়িচ্চালক শক্তি বলে।

প্রতি একক আধানকে কোষ সমেত কোন বর্তনীর এক বিন্দু থেকে সম্পূর্ণ বর্তনী ঘুরিয়ে আবার ঐ বিন্দুতে আনতে যে কাজ সম্পন্ন হয় তাকে ঐ কোষের তড়িচ্চালক শক্তি বলে।

Also Read: ভরকেন্দ্র কাকে বলে

যদি q পরিমাণ আধানকে কোন বর্তনীর এক বিন্দু থেকে সম্পূর্ণ বর্তনী ঘুরিয়ে আনতে কাজ w হয় তবে তড়িচ্চালক শক্তি E = w/q হবে। তড়িচ্চালক শক্তি এবং বিভব পার্থক্য উভয়ের একক ভোল্ট (V)।

SOME FAQ:

তড়িচ্চালক শক্তির একক কি?

তড়িৎচ্চালক শক্তির একক হলো JC-1

তো আজকে আমরা দেখলাম যে তড়িৎ চালক শক্তি কাকে বলে এবং আরো অনেক বিস্তারিত বিষয় । যদি পোস্ট ভালো লাগে তাহলে অব্যশয়, আমাদের বাকি পোস্ট গুলো ভিসিট করতে ভুলবেন না!

Leave a Comment