হ্যালো বন্ধুরা আজকে আমরা জানবো “নিত্য স্ত্রীবাচক শব্দ কোনটি”। তো চলুন দেখে নেওয়া যাক:
নিত্য স্ত্রীবাচক শব্দ কোনটি?
কতগুলো শব্দের কোন পুরুষবাচক শব্দ হয় না।এগুলোকে নিত্য স্ত্রীবাচক শব্দ বলে।যেমন: সতীন,সৎমা,সধবা ইত্যাদি।
নিত্য স্ত্রী বাচক শব্দ – সধবা, বিধবা, স্বপত্নী, সতীন, ডাইনি, বাঁইজি, কলঙ্কিনী, শাকচুন্নি, কুলটা, অসর্ম্পস্যা, অন্তস্বত্তা, সৎমা, এঁয়ো, সুজলা, সুফলা, রূপসী, অঅর্ধাঙ্গিনী।
আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি বুঝতে পেরে থাকেন তাহলে, শেয়ার করতে ভুলবেন না।