ভাইরাস ও ব্যাকটেরিয়ার মধ্যে পার্থক্য কি?

ভাইরাস ও ব্যাকটেরিয়ার মধ্যে পার্থক্য কি: আজকে আমরা জানবো ভাইরাস ও ব্যাকটেরিয়ার মধ্যে পার্থক্য কি? এই প্রশ্নের উত্তর পেতে আমাদের এই পোস্টটি সম্পূর্ণ পড়ুন। আশা করি আপনারা এই প্রশ্নের উত্তর ভালো ভাবে বুঝতে পারবেন।

ভাইরাস ও ব্যাকটেরিয়ার মধ্যে পার্থক্য কি

ভাইরাস ও ব্যাকটেরিয়ার মধ্যে পার্থক্য কি?

ভাইরাসব্যাকটেরিয়া
ভাইরাস হলো জড় ও জীবের মধ্যবর্তী বস্তু।ব্যাকটেরিয়া হলো সজীব বস্তু।
ভাইরাসের কোনো কোশপ্রাচীর নেই।ব্যাকটেরিয়ার কোশপ্রাচীর থাকে।
ভাইরাস হলো ইলেকট্রন আণুবীক্ষণিক জীব।ব্যাকটেরিয়া হলো আণুবীক্ষণিক জীব।
ভাইরাসের দেহ অকোশীয় ; সাইটোপ্লাজম , কোশ প্রাচীর বা কোশ পর্দা থাকে না । শুধুমাত্র দেহ আবরক ক্যাপসিড থাকে।ব্যাকটেরিয়ার দেহ কোশীয় ; সাইটোপ্লাজম , কোশ পর্দা , কোশ প্রাচীর , রাইবােজোম , ল্যামিলি , মেসােজোম প্রভৃতি থাকে।
ভাইরাস সম্পূর্ণ পরজীবী ।এরা পরজীবী , মৃতজীবী বা স্বভােজী ।
ভাইরাস পােষক কোশের বাইরে জড়ের মতাে আচরণ করে এবং পােষক কোশের ভেতরে সজীব বস্তুর লক্ষণ প্রকাশ পায় ।পরজীবী ব্যাকটেরিয়া কোশের বাইরে ও ভেতরে সব সময় সজীব ।
দেহবস্তু , সংশ্লেষ ও একত্রীকরণের ফলে ভাইরাসের জনন ঘটে।ব্যাকটেরিয়ার অঙ্গজ , অযৌ*ন ও যৌ*ন জনন প্রক্রিয়া দেখা যায়।
ভাইরাসের কোনো নিউক্লিয়াস নেই।ব্যাকটেরিয়ার নিউক্লিয়াস সুগঠিত নয়।
ভাইরাস পােষক কোশের ভেতরে কেবলমাত্র প্রজননক্ষম।পােষক কোশের বাইরে ও ভেতরে ব্যাকটেরিয়া প্রজননক্ষম ।
ভাইরাসে প্রজননিক বস্তু হিসাবে DNA অথবা RNA থাকে ।ব্যাকটেরিয়ার প্রজননিক বস্তু সবসময়ে DNA , কিন্তু সেই সঙ্গে সাইটোপ্লাজমে অপ্ৰজননিক RNA থাকে ।

তো আজকে আমরা দেখলাম যে ভাইরাস ও ব্যাকটেরিয়ার মধ্যে পার্থক্য কি এবং আরো অনেক বিস্তারিত বিষয় । যদি পোস্ট ভালো লাগে তাহলে অব্যশয়, আমাদের বাকি পোস্ট গুলো ভিসিট করতে ভুলবেন না!

Leave a Comment