লসাগু কাকে বলে: আজকে আমরা জানবো লসাগু কাকে বলে? এই প্রশ্নের উত্তর পেতে আমাদের এই পোস্টটি সম্পূর্ণ পড়ুন। আশা করি আপনারা এই প্রশ্নের উত্তর ভালো ভাবে বুঝতে পারবেন।
লসাগু কাকে বলে,ল.সা.গু এর পূর্ণরূপ কি,ল.সা.গু এর সূত্র
লসাগু কাকে বলে?
ল সা গু এর পূর্ণ রূপ হলো লঘিষ্ঠ সাধারণ গুণিতক।
দুই বা ততোধিক সংখ্যার সাধারণ গুণিতকগুলির মধ্যে যে গুণিতকটি ক্ষুদ্রতম, তাকে প্রদত্ত সংখ্যাগুলির লঘিষ্ঠ সাধারণ গুণিতক বা ল সা গু বলে।
যেমনঃ ১০, ২০, ৩০ এবং ৪০ প্রতিটি সংখ্যাই ২, ৫ ও ১০ দ্বারা বিভাজ্য।
সুতরাং সংখ্যা চারটির ল.সা.গু হবে ২।
Also Read: লসাগু কাকে বলে
ল.সা.গু এর সূত্র
দুটি সংখ্যার ল.সা.গু = সংখ্যা দুটির গুণফল ÷ গ.সা.গু।
একাধিক ভগ্নাংশের ল.সা.গু.= (লব গুলির ল.সা.গু.) ÷ ( হর গুলির গ.সা.গু)
ল.সা.গু এর পূর্ণরূপ কি?
ল.সা.গু এর পূর্ণরূপ হলো লঘিষ্ঠ সাধারণ গুণিতক ।
তো আজকে আমরা দেখলাম যে লসাগু কাকে বলে এবং আরো অনেক বিস্তারিত বিষয় । যদি পোস্ট ভালো লাগে তাহলে অব্যশয়, আমাদের বাকি পোস্ট গুলো ভিসিট করতে ভুলবেন না!