সমবাহু ত্রিভুজ কাকে বলে? | সমবাহু ত্রিভুজের বৈশিষ্ট্য | সমবাহু ত্রিভুজের পরিসীমা

সমবাহু ত্রিভুজ কাকে বলে: আজকে আমরা জানবো সমবাহু ত্রিভুজ কাকে বলে? এই প্রশ্নের উত্তর পেতে আমাদের এই পোস্টটি সম্পূর্ণ পড়ুন। আশা করি আপনারা এই প্রশ্নের উত্তর ভালো ভাবে বুঝতে পারবেন।

সমবাহু ত্রিভুজ কাকে বলে,সমবাহু ত্রিভুজের বৈশিষ্ট্য,সমবাহু ত্রিভুজের পরিসীমা

সমবাহু ত্রিভুজ কাকে বলে,সমবাহু ত্রিভুজের বৈশিষ্ট্য,সমবাহু ত্রিভুজের পরিসীমা
সমবাহু ত্রিভুজ কাকে বলে

সমবাহু ত্রিভুজ কাকে বলে?

যে ত্রিভুজের প্রত্যেকটি কোণের মান ৬০ ডিগ্রি তাকে সমবাহু ত্রিভুজ বলে।

OR: যে ত্রিভুজের তিনিটি বাহু সমান তা সমবাহু ত্রিভুজ।

OR: ত্রিভুজের কোণগুলোর পরিমাপ পরস্পর সমান হলে তাকে সমবাহু ত্রিভুজ বলে।

Also Read: বচন কাকে বলে

সমবাহু ত্রিভুজের বৈশিষ্ট্য (Features of isosceles triangle)

  1. সমবাহু ত্রিভুজের প্রতিটি কোণের মান ৬০ ডিগ্রি।
  2. তিনটি কোণই সূক্ষ্মকোণ।
  3. তিনটি কোণের সমষ্টি ১৮০ ডিগ্রি।
  4. তিনটি কোণই সমান হয়।

সমবাহু ত্রিভুজের পরিসীমা

সমবাহু ত্রিভুজের তিনটি বাহুর যোগফল হলো সমবাহু ত্রিভুজের পরিসীমা।

সমবাহু ত্রিভুজের পরিসীমা = a+a+a = 3a

সমবাহু ত্রিভুজ কাকে বলে,সমবাহু ত্রিভুজের বৈশিষ্ট্য,সমবাহু ত্রিভুজের পরিসীমা

তো আজকে আমরা দেখলাম যে সমবাহু ত্রিভুজ কাকে বলে এবং আরো অনেক বিস্তারিত বিষয় । যদি পোস্ট ভালো লাগে তাহলে অব্যশয়, আমাদের বাকি পোস্ট গুলো ভিসিট করতে ভুলবেন না!

Leave a Comment