সামন্তরিক কাকে বলে? | সামান্তরিকের বৈশিষ্ট্য

সামন্তরিক কাকে বলে: আজকে আমরা জানবো সামন্তরিক কাকে বলে? এই প্রশ্নের উত্তর পেতে আমাদের এই পোস্টটি সম্পূর্ণ পড়ুন। আশা করি আপনারা এই প্রশ্নের উত্তর ভালো ভাবে বুঝতে পারবেন।

সামন্তরিক কাকে বলে,সামান্তরিকের বৈশিষ্ট্য
সামন্তরিক কাকে বলে

সামন্তরিক কাকে বলে,সামান্তরিকের বৈশিষ্ট্য

সামন্তরিক কাকে বলে?

চতুর্ভূজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান্তরাল হলে তাকে সামান্তরিক বলে।

OR: যে চতুর্ভূজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান্তরাল তাকে সামান্তরিক বলে। অন্যভাবে বললে, যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল কিন্তু কোণগুলো সমকোণ নয় তাকে সামান্তরিক বলে।

OR: চতুর্ভূজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল হলে তাকে সামান্তরিক বলে।

Also Read: হাদিস কাকে বলে

সামান্তরিকের বৈশিষ্ট্য

  • সামান্তরিকের বিপরীত বাহুগুলো পরস্পর সমান।
  • সামান্তরিকের বিপরীত বাহুগুলো পরস্পর সমান্তরাল।
  • সামান্তরিকের যে কোন দুইটি সন্নিহিত কোন পরস্পরের সম্পূরক।
  • সামান্তরিকের চারটি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রগুলোর সমষ্টি তার কর্ণদ্বয়ের উপর অঙ্কিত বর্গক্ষেত্র দুইটির সমষ্টির সমান।
  • সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখন্ডিত করে।
  • সামান্তরিকের কর্ণদ্বয় অসমান অর্থাৎ সমান নয়।
  • সামান্তরিকের বিপরীত কোণগুলো পরস্পর সমান।

Also Read: তথ্য কাকে বলে

সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি?

সামান্তরিকের ভূমিকে এর উচ্চতা দিয়ে গুণ করলে এর ক্ষেত্রফল পাওয়া যায়।

সামান্তরিকের ক্ষেত্রফল = ভূমি * উচ্চতা

সামান্তরিকের ক্ষেত্রফল = 7 × 3 =21 বর্গএকক ।

সামান্তরিকের পরিসীমা নির্ণয়ের সূত্র কি?

সামান্তরিকের পরিসীমা = ২(দৈর্ঘ্য + প্রস্থ্য)

একটি সামান্তকের সন্নিহিত বাহু দুটি a ও b হলে, সামান্তরিকের পরিসীমা = 2(a+b) একক।

সামান্তরিকের পরিসীমা = 2(3+4) =14 একক।

SOME FAQ:

যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল, তাকে কি বলে?

সামান্তরিক

সামান্তরিকের দুটি সন্নিহিত কোণের একটি ১১৫ ডিগ্রি হলে অপরটি কত ডিগ্রি?

 ৬৫ ডিগ্রি

ABCD সামান্তরিকের কোণ B=100 ডিগ্রি হলে, কোণ C=কত হবে?

৮০ ডিগ্রি

নিচের কোনটি সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কী?

ভূমি*উচ্চতা

তো আজকে আমরা দেখলাম যে সামন্তরিক কাকে বলে এবং আরো অনেক বিস্তারিত বিষয় । যদি পোস্ট ভালো লাগে তাহলে অব্যশয়, আমাদের বাকি পোস্ট গুলো ভিসিট করতে ভুলবেন না!

Leave a Comment