স্বাভাবিক সংখ্যা কাকে বলে: আজকে আমরা জানবো স্বাভাবিক সংখ্যা কাকে বলে? এই প্রশ্নের উত্তর পেতে আমাদের এই পোস্টটি সম্পূর্ণ পড়ুন। আশা করি আপনারা এই প্রশ্নের উত্তর ভালো ভাবে বুঝতে পারবেন।
স্বাভাবিক সংখ্যা কাকে বলে?
সাধারণভাবে আমরা যেসব সংখ্যা সচরাচর গণনার জন্য ব্যবহার করি, তাদের স্বাভাবিক সংখ্যা বলে। শূন্য অপেক্ষা বড় যেকোনো পূর্ণ সংখ্যাকে স্বাভাবিক সংখ্যা বলা হয়।
যেমন- ২, ৩, ৫ ইত্যাদি। স্বাভাবিক সংখ্যার সেটকে N দ্বারা প্রকাশ করা হয়। স্বাভাবিক সংখ্যার সেট, N = 1, 2, 3, 4, 5,6, ………………..ইত্যাদি। ইতালীয় গণিতবিদ পিয়ানো ১৮৯৯ সালে স্বীকার্যের মাধ্যমে স্বাভাবিক সংখ্যার সংজ্ঞা দিয়েছেন।
Also Read: ভাগ কাকে বলে?
Also Read: সূচক কাকে বলে?
স্বাভাবিক সংখ্যার স্বীকার্য
- ১ একটি স্বাভাবিক সংখ্যা।
- যেকোনো স্বাভাবিক সংখ্যার সাথে ১ যোগ করলে তার উত্তরাধিকারী সংখ্যা অর্থাৎ পরবর্তী সংখ্যা পাওয়া যায়।
- দুটি সংখ্যার উত্তরাধীকারী সমান হলে সংখ্যাদ্বয়ও একে অন্যের সমান হবে।
- ১ ব্যতিত সকল স্বাভাবিক সংখ্যাই কারও না কারও উত্তরাধিকারী।
স্বাভাবিক সংখ্যা কত প্রকার?
সত্যিকার অর্থে স্বাভাবিক সংখ্যা এবং ধনাত্মক সংখ্যার মধ্যে কোন পার্থক্য নেই। তাই বলা যেতে পারে স্বাভাবিক সংখ্যা বা ধনাত্মক সংখ্যা তিন প্রকার। যথা,
- মৌলিক
- যৌগিক /কৃত্তিম/অমৌলিক এবং
- ১ এক
তবে সাধারনত স্বাভাবিক সংখ্যা কে দুই ভাগে ভাগ করা হয়। যথাঃ
- জোড় সংখ্যা
- বিজোড় সংখ্যা
স্বাভাবিক সংখ্যার উৎপত্তি
প্রাচীনকালে গণনা কার্য এবং হিসাব নিকাশ রক্ষণাবেক্ষণের জন্য স্বাভাবিক সংখ্যার উৎপত্তি হয় যেমন ৫ টি কমলা কোন প্রতিযোগিতায় ১ম ২য় স্থান এরকম হিসাব নিকাশের জন্য স্বাভাবিক সংখ্যার উৎপত্তি হয়।
স্বাভাবিক সংখ্যা কাকে বলে,স্বাভাবিক সংখ্যা কত প্রকার,স্বাভাবিক সংখ্যার উৎপত্তি
Also Read: ক্যাটায়ন কাকে বলে?