হিজরত ও স্বদেশ ত্যাগের মধ্যে পার্থক্য কি: আজকে আমরা জানবো হিজরত ও স্বদেশ ত্যাগের মধ্যে পার্থক্য কি? এই প্রশ্নের উত্তর পেতে আমাদের এই পোস্টটি সম্পূর্ণ পড়ুন। আশা করি আপনারা এই প্রশ্নের উত্তর ভালো ভাবে বুঝতে পারবেন।
হিজরত ও স্বদেশ ত্যাগের মধ্যে পার্থক্য কি?
হিজরত | স্বদেশ ত্যাগ |
---|---|
হিজরত কথার অর্থ ত্যাগ করা। | স্বদেশ ত্যাগ শব্দের অর্থ নিজ দেশ ত্যাগ করা। |
ইসলামি আইন মানতে বা পালন করতে যে কোনো কারণে কষ্টকর হলে এমন স্থান থেকে যেখানে ইসলামি আইন মানা বা পালন সহজ হয় সেখানে যাওয়া’কে হিজরত বলে। | ইসলাম ছাড়া অন্য কোনো স্বার্থে দেশ ত্যাগ করা হলে, সেটা হবে দেশত্যাগ। দেশত্যাগের কারণ অন্য কিছু হতে পারে। |
তো আজকে আমরা দেখলাম যে হিজরত ও স্বদেশ ত্যাগের মধ্যে পার্থক্য কি এবং আরো অনেক বিস্তারিত বিষয় । যদি পোস্ট ভালো লাগে তাহলে অব্যশয়, আমাদের বাকি পোস্ট গুলো ভিসিট করতে ভুলবেন না!