Noun কাকে বলে: আজকে আমরা জানবো Noun কাকে বলে? এই প্রশ্নের উত্তর পেতে আমাদের এই পোস্টটি সম্পূর্ণ পড়ুন। আশা করি আপনারা এই প্রশ্নের উত্তর ভালো ভাবে বুঝতে পারবেন।
Noun কাকে বলে?
যে Word দ্বারা কোনো ব্যক্তি, বস্তু, প্রাণী, স্থান, গুণ, অবস্থা, পদার্থ, কোন কিছুর সমষ্টি, প্রভৃতির নাম বুঝায় তাকে Noun বলে।
OR: সহজ ভাষায়, কোন কিছুর নামকেই Noun বলা হয়।
OR: যে-সব Word দ্বারা ব্যক্তি, বস্তু, পদার্থ, স্থান, কাল, দোষ, গুণ প্রভৃতি বোঝায় সেইসব Word কে Noun বা বিশেষ্য পদ বলা হয়।
যেমনঃ Water(তরল পদার্থের নাম),Dhaka(স্থানের নাম), Padma(নদীর নাম), Gold(ধাতব বস্তুর নাম), January(মাসের নাম), Karim(মানুষের নাম) etc.
- Kumaresh, Dipak, Bijay, Pritismita প্রভৃতি ব্যক্তির নাম।
- Book, Fan, Mobile, pen প্রভৃতি বস্তুর নাম।
- Water, Milk, Tea, Curd প্রভৃতি পদার্থের নাম।
- Honesty, Beauty, Intelligent, Healthy প্রভৃতি গুনের নাম।
- Cruelty, Madness প্রভৃতি দোষের নাম।
- India, Bihar, Agra, Mumbai প্রভৃতি স্থানের নাম।
- Day, Night, Summer, Winter প্রভৃতি কালের নাম।
Also Read: রাষ্ট্র কাকে বলে
Noun চেনার সহজ উপায়
প্রধানত তিনটি পদ্ধতিতে খুব সহজেই Noun চেনা যায়। যথাঃ –
- যা চোখে দেখা যা তা Noun । যেমনঃ মানুষ, পাখি, গাছ, পশু, কম্পিউটার ঘর, বাড়ি ইত্যাদি।
- যা কানে শোনা যায় তা Noun । যেমনঃ শব্দ, গান-বাজনা, চিৎকার ইত্যাদি।
- যা অনুভব করা যায় তা Noun । যেমনঃ বাতাস, ঠান্ডা, গরম, প্রভৃতি।
যে সকল word বা শব্দের শেষে ce, cy, ity, ty, ness, , tion, sion, ance, age, ment, th, logy, mony,dom, ship ইত্যাদি suffix বা প্রত্যয় যুক্ত থাকে তখন উহা সাধারণত Noun হয়।
Suffixes of Noun | Example of word |
---|---|
tion | Education, equation, action, population, determination. |
ment | Development, improvement, treatment, government. |
ness | sweetness, activeness |
hood | childhood, brotherhood, motherhood, womanhood. |
dom | wisdom,freedom,Kingdom |
ship | studentship, friendship, relationship, Partnership. |
th | growth, length, health. |
ity/ty | sensitivity, gravity, curiosity, personality. |
ism | journalism, Buddhism, patriotism. |
ee | employee, payee |
ist | tourist, optimistic, terrorist, artist. |
sion | conclusion, admission, decision, television. |
or | emperor, supervisor, actor, mentor. |
er | Worker, engineer, meter, shopper, teacher. |
age | bondage, marriage, breakage, courage, homage. |
nce | Romance, innocence, significance, independence. |
ny | agony, company, harmony, ceremony |
Noun কত প্রকার কি কি?
Noun কে প্রধানতঃ পাঁচটি শ্রেণীতে ভাগ করা যায়। যথাঃ –
- Proper Noun
- Common Noun
- Material Noun
- Collective Noun
- Abstract Noun
তো আজকে আমরা দেখলাম যে Noun কাকে বলে এবং আরো অনেক বিস্তারিত বিষয় । যদি পোস্ট ভালো লাগে তাহলে অব্যশয়, আমাদের বাকি পোস্ট গুলো ভিসিট করতে ভুলবেন না!